মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৬:০৮

অবিশ্বাস্য এক ছক্কা মেরে আলোড়ন সৃষ্টি করলেন অস্টিন ওয়াহ

অবিশ্বাস্য এক ছক্কা মেরে আলোড়ন সৃষ্টি করলেন অস্টিন ওয়াহ

স্পোর্টস ডেস্ক:অবিশ্বাস্য এক ছক্কা হাঁকিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়ার ছেলে অস্টিন ওয়াহ।

মঙ্গলবার পন্টিং একাদশের হয়ে গিলক্রিস্ট একাদশের বিপক্ষে একটি ম্যাচে খেলছিলেন ওয়াহ জুনিয়র। দলের ছয় নম্বরে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ছক্কাটি হাঁকান তিনি।

অস্ট্রেলিয়ার নতুন প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশ দুটি খেলছিল বিগ ব্যাশ লিগ কার্টেইন রাইজার নামের টুর্নামেন্ট।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স আর পার্থ স্কোরচার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার সেরা প্রতিভাবান ক্রিকেটার নিয়ে গঠন করা হয় প্রতিপক্ষ দুটি একাদশ। সেখানেই ওয়াহ পুত্রের ছক্কার ঘটনাটা ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে।

গিলক্রিস্ট একাদশের করা ৩ উইকেটে ১৬৫ রানের জবাবে তখন ব্যাট করছিলেন পন্টিং একাদশ। দলের পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন ১৭ বছর বয়সী ওয়াহ পুত্র অস্টিন।

পন্টিং একাদশের সংগ্রহ তখন ৩ উইকেটে ১২১। ঠিক তখনই কাঁধের উপরে প্রায় মাথা বরাবর লাফিয়ে আসা শর্ট বল অবিশ্বাস্য ভঙিতে সীমানাছাড়া করেন অস্টিন।

অন্যসব ব্যাটসম্যান যখন এমন বল কোন না কোনভাবে ছেড়ে দেওয়ার পথ খোঁজেন, সেখানে ওয়াহ পুত্র শরীরের উপর পুরো ভারসাম্য রেখে একেবারে খাড়াভাবে ব্যাট চালিয়েছেন। আর তাতেই লং অফের উপর দিয়ে মূহুর্তেই বল আচড়ে পড়ে বাউন্ডারির ওপারে।

শেষ পর্যন্ত ২৭ বলে ২৮ রান করে আউট হন অস্টিন ওয়াহ। তবে তিনি যখন আউট হন, তখন তার দলের প্রয়োজন ছিল ৩ বলে ৮ রান।

যদিও পরে দলের অধিনায়ক সাদারল্যান্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান জেমস সাদারল্যান্ডের ছেলে) প্রথম বলে ৩ এবং পরের দুই বলে দুটি বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন।-জাগো নিউজ
২৭ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে