মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৭:২৩

জ্যামাইকা থেকে ক্রাইস্টচার্চে নিতে টাইগার কোচ ওয়ালশের পেছনে বিসিবির খরচ ২৯ লাখ টাকা

জ্যামাইকা থেকে ক্রাইস্টচার্চে নিতে টাইগার কোচ ওয়ালশের পেছনে বিসিবির খরচ ২৯ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: শুনতে অবাক লাগতে পারে। অনেক হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু এটা সত্যি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের যাতায়াতের পিছনে খরচ করেছে ২৯ লক্ষ টাকা! সেটাও জ্যামাইকা থেকে ক্রাইস্টচার্চে পৌঁছানোর জন্য এই ২৯ লক্ষ টাকা খরচ করেছে বিসিবি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জাতীয় দলের ক্যাম্পের সাথে যোগ দিতে কোর্টনি ওয়ালশকে পাঁচটি দেশের ছয়টি এয়ারপোর্ট পাড়ি দিতে হয়েছে। প্রথম জ্যামাইকার কিংস্টোন থেকে যাত্রা শুরু করেন ওয়ালশ।

এরপর তিনি পৌঁছান আমেরিকায়। সেখান থেকে আসেন সংযুক্ত আরব আমিরাতে। এরপর পাড়ি জমাতে হয় অস্ট্রেলিয়ায়। সবার শেষে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টাইগারদের ক্যাম্পে পৌঁছান ওয়ালশ। যেখানে ২৬ ডিসেম্বর কিইউদের বিপক্ষে বাংলাদেশ খেলেছিলো প্রথম একদিনের ম্যাচ।

নিউজিল্যান্ড সিরিজের পুরো সময়টাতেই জাতীয় দলের সাথে নিউজিল্যান্ডে অবস্থান করবেন ওয়ালশ। এরপর আবার ক্রাইস্টচার্চ-অস্ট্রেলিয়া-সংযুক্ত আরব আমিরাত-আমেরিকা-কিংস্টোন পথে চলে যাবেন বাসায়।

বিসিবির এক ঘনিষ্ঠ সূত্রমতে, ওয়ালশের যাত্রার সকল খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বসাকুল্যে বিসিবিকে ওয়ালশের জন্য খরচ করতে হবে ৩৬,৬৪২ আমেরিকান ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ২৯ লাখ।-bdcrictime
২৭ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে