মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ১১:১৮:২৮

অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে ৩টি রেকর্ড করলেন মাশরাফি

অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে ৩টি রেকর্ড করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেগলি ওভালে সিরিজের প্রথম ম্যাচটা নি:সন্দেহে ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ৭৭ রানের বড় ব্যবধানে মাশরাফি বিন মুর্তজার দলকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

যদিও, এই ম্যাচ দিয়েই অলরাউন্ডার হিসেবে তিনটি রেকর্ড গড়ে ফেললেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের এই অধিনায়ক। ইতিহাসের মাত্র ১১ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০০ রান, ২০০ উইকেট আর ৫০ টি ক্যাচের মাইলফলকে পা রাখলেন তিনি।

ম্যাচ শুরুর আগে ১৫০০ রানের মাইলফলক থেকে পাঁচ রান দূরে ছিলেন মাশরাফি। মিশেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে করেন ১৪ রান।

এই তালিকায় বাকিরা হলেন – কপিল দেব (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ক্রিস হ্যারিস (নিউজিল্যান্ড), ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), চামিন্দা ভাস (শ্রীলঙ্কা), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), শন পোলক (দক্ষিণ আফ্রিকা) ও ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)।
২৭ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে