বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১০:০৩:০১

দু:সংবাদ, নিউজিল্যান্ড সিরিজ শেষ মুশফিকের!

দু:সংবাদ, নিউজিল্যান্ড সিরিজ শেষ মুশফিকের!

স্পোর্টস ডেস্ক: অবশেষে সেই আশংকাটাই সত্য হলো! প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার ৪৮ ঘণ্টা পরে ডাক্তাররা ঘোষণা করলেন অন্তত ২ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। এমনকী দলের সাথে অনুশীলনেও তিনি থাকতে পারছেন না।

ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মুশফিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ কার্যত শেষ! আরও বড় আশংকার কথা শোনালেন কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে। বাংলাদেশে দলের টেস্ট অধিনায়ক 'মি. ডিপেন্ডেবল' খ্যত এই ক্রিকেটার টেস্ট সিরিজেও অনিশ্চিত!

আগামী ১২ জানুয়ারি শুরু হচ্ছে প্রথম টেস্ট। চোট পাওয়ার ৪৮ ঘণ্টা পর স্ক্যান করার কথা ছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্ক্যান করা সম্ভব হয়নি। হাতুরুসিংহের মতে, 'হ্যামস্ট্রিং টিয়ার' এ আক্রান্ত হয়েছেন মুশি। অবস্থা ভালো হলে স্ক্যান করা হবে। তবেই জানা যাবে তার চোটের কী অবস্থা।

মুশফিকের ইনজুরি কপাল খুলে দিল নুরুল হাসান সোহানের। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ওয়ানডেতে উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন তিনি। যদিও তিনি প্রস্তুতি ক্যাম্প থেকেই বাদ পড়েছিলেন। প্রথম ওয়ানডে স্কোয়াডেও ছিলেন না। কিন্তু মুশফিকের চোট তার অভিষেক ত্বরান্বিত করল।
২৮ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে