বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১১:৩৯:৪৩

অভিষেকেই উজ্জ্বল, অভিষেকেই দুর্দান্ত ক্রিকেট খেললেন টাইগার জাকের আলি

অভিষেকেই উজ্জ্বল, অভিষেকেই দুর্দান্ত ক্রিকেট খেললেন টাইগার জাকের আলি

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের টাইগার জাকের আলি।  

গতকাল সিলেট আন্তজাতিক স্টেডিয়ামে রংপুর বিভাগের বিরুদ্ধে সিলেট বিভাগ ৮৬ ওভার ব্যাট করে দিনের খেলা শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২০৩ রান।  এদিন সিলেট বিভাগের হয়ে ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন জাকের আলি।  

রংপুরের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার ইমতিয়াজ  হোসেন ৩০ আর সায়েম আলম ১৩ রান করেন।  উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ১ রানে বিদায় নিলেও রাজিন সালেহ করেন ২৫ রান করেন আর অধিনায়ক অলক কাপালি ১৮ রানে করে আউট হন।  তবে হাল ধরে রাখেন জাকের। তিনি ৬৩ রান করে অপরাজিত থাকেন।  ১৩৫ বলের ইনিংসে তিনি ৮টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকান।

গতকাল ৬৩ রানে অপরাজিত থাকার পর আজ আবার সকালের ঝিলিমিলি রোদ্রের তাপে উজ্জ্বল হয়ে উঠেছিলেন জাকের।  কিন্তু রংপুরের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভর বোলিং তোপে পড়ে ব্যক্তিগত ৮৮ রান সংগ্রহ নিয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে জাকেরকে।  

আগের ৬৩ রানের সঙ্গে আজ ২৫ রান যোগ করতে জাকের খেলেন ৫৯টি বল।  আজকের এদিনে জাকের আলি ৪টি চার মেরেছেন।  এই ৪টি বাউন্ডারি দিয়েই আগেই ৫৬ রানের সঙ্গে ২৫ রান যোগ করে মোট ৮৮ রান নিয়ে অভিষেক উজ্জ্বলে সাজঘরে ফিরেন জাকের।
২৮ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে