বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০৪:৫৮

কাল হারলে সিরিজ হার, এরপরের ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ, মহা চিন্তায় মাশরাফিরা

কাল হারলে সিরিজ হার, এরপরের ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ, মহা চিন্তায় মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: এক বুক আশা নিয়ে নিয়েই স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়েছেন মাশরাফি বাহিনী।  কিন্তু প্রথম ম্যাচে ৭৭ রানের বড় হারের কারণে সেই আশায় এখন মরিচিকা ধরেছে।

টাইগারদের সামনে কঠিন লড়াই।  কাল যারা ঘুম থেকে দেরি করে উঠবেন তারা হয়তো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের স্কোর দেখে আনন্দিত হবেন এমনটা আশা করাও কঠিন।  কাল হারলেই সিরিজ হার, এরপর শেষের ম্যাচটি হারলে হোয়াইটওয়াশ।  পথটা তাই মসৃণ নয়।  

আগামীকাল ভোর বাংলাদেশ সময় ৪ টায় নেলসনের মাঠে মুখোমুখি হবে দুই দল।  ব্ল্যাকক্যাপদের বিপক্ষে তাদের মাটিতে জয়ের কোনো সুখস্মৃতি না থাকায় মহা চিন্তায় মাশরাফিরা।  তবে কাল নেলসনের এই মাঠেই হতে পারে মাশরাফিদের জন্য জয়ের অনুপ্রেরণা।  

মাশরাফিদের বিশ্বাস, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের ৩১৮ রান টপকে ছয় উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।  সেই ম্যাচে জয়ের নায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান আছেন এবার দলে।  অভিজ্ঞ এই দলকে নিয়েই কাল হয়তো মাঠে নেমে দুশ্চিন্তাকে মাটি দেবেন মাশরাফি বাহিনী।
৮ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে