শনিবার, ০৭ জানুয়ারী, ২০১৭, ০৯:০২:০৭

জয়ের জন্য সবাইকেই ভালো খেলতে হবে: তামিম

জয়ের জন্য সবাইকেই ভালো খেলতে হবে: তামিম

স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেনি টাইগাররা। ফলশ্রুতিতে ওয়ানডে ও টি২০ মিলে পাঁচটি ম্যাচে হারতে হয়েছে। আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ে সফরের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবেন মাশরাফি-তামিমরা।

বলাই বাহুল্য সফরে প্রথম জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ। আর নিজেদের মাটিতে শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে নিউজিল্যান্ড। শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে দলের চিন্তাভাবনা জানানোর জন্য আজ সকালে সাংবাদিকদের সামনে আসেন তামিম ইকবাল।

বাংলাদেশের দলের এই ওপেনার জানান, সফরের প্রথম জয় পাওয়ার জন্য মুখিয়ে আছে তার দল। আর এই কারণে সকলকে নিজেদের অবস্থান থেকে সেরাটা দেওয়ার আহবান জানান এই ব্যাটসম্যান।  তামিম বলেন, 'জয়ের জন্য সবাইকেই ভালো খেলতে হয়। সবাই নিজেদের সেরাটা দিলে জয়টা পাওয়া কঠিন হবে না।'

তামিম বলেন, 'আমাদের সবার মধ্যে অন্তত এই বিশ্বাসটা আছে যে আমরা জিততে পারব।' গত ম্যাচগুলোতে হারার কারণ হিসেবে তামিম বলেন, 'আমরা ভালো শুরু করছি কিন্তু সেগুলোকে ধরে রাখতে পারছি না।' তামিম মনে করেন ভিন্ন কন্ডিশনের কারণেই সফররটা বাজে কেটেছে বাংলাদেশের।

তিনি বলেন, 'পাঁচটা ম্যাচ আমরা হেরেছি। তবে এর জন্য কন্ডিশনও অনেকটা দায়ী। আমরা ভিন্ন কন্ডিশনে খেলছি। এই ধরণের কন্ডিশনে খেলে অভ্যস্ত নই আমরা। ইংল্যান্ডের দিকে দেখুন, তারা নিজেদের মাটিতে বাঘ আর ভারতে এসে কেমন সিরিজটা হেরে বসল।'

জয়ের জন্য সমর্থকদের ধৈর্য্য ধারণ ধরতে বলেন তামিম। 'ঘরের মাটিতে অনেকদিন খেলার পর ভালো খেলতে শুরু করেছিল এবার বিদেশে খেলার চ্যালেঞ্জ আমাদের সামনে। আশা করছি, খুব তাড়াতাড়ি বিদেশের মাটিতেও ভালো খেলব আমরা।'

এখন পর্যন্ত সফরে মোটামুটি ভালো খেলেছেন তামিম। তাহলে অন্যরা পারছেন না কেন? তামিম বলেন, 'কেবল আমি একাই ভালো খেললে হবে না সবাইকে ভালো খেলতে হবে। তাহলেই জিতব আমরা।' তামিম আশা করেন এভাবেই একদিন বিদেশের মাটিতে জয়ের অভ্যাসটা গড়ে তুলবে বাংলাদেশ।
০৭ জানুয়ারী,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে