রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৯:০৮:২৩

কিউদের সংগ্রহ ৩ উইকেটে ১০৩, বাংলাদেশকে ভোগাচ্ছে উইলিয়ামসন

কিউদের সংগ্রহ ৩ উইকেটে ১০৩, বাংলাদেশকে ভোগাচ্ছে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: দুই বিপদজনক ব্যাটসম্যান কলিন মুনরো আর টম ব্রুস বিদায় নেয়ার পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু আবারও সেই কেন উইলিয়ামসন দলের হাল ধরেন। কোরি অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে কিউইদের রানের চাকা সচল রাখার কাজটি করে যান তিনি। তুলে নেন নিজের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি।

এর আগে বাংলাদেশকে জোড়া আঘাত উপহার দেন পেসার রুবেল হোসেন। কিউইদের দলীয় ৩৪ রানের মাথায় জেমস নিশামকে এলবির ফাঁদে ফেলার পর আগের ম্যাচের ১০১ রান করা কলিন মুনরোকে শূন্য রানে বিদায় করেছেন রুবেল। আউট হওয়ার আগে ১৫ রান করেছেন নিশাম। মোসাদ্দেকের বলে বড় শট নিতে গিয়ে ইমরুলের হাতে ক্যাচ আউটের শিকার হয়েছেন ব্রুস।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কাঁধে ব্যথা অনুভব করায় পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

এছাড়া বরাবরের মতো তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করবেন ইমরুল কায়েস। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে থাকবেন রুবেল হোসেন। আর তাদের সঙ্গ দেবেন দলনেতা মাশরাফি। মিডল অর্ডারে বাংলাদেশ দলের ভরসার প্রতীক হয়ে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসানও।

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হারে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচও জিততে পারেনি সাকিব-তামিমরা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে