রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৯:২০:০৮

আজো টাইগার রুবেলের চমক, এক ওভারে নিলেন দুই উইকেট

আজো টাইগার রুবেলের চমক, এক ওভারে নিলেন দুই উইকেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বোলারদের যেন হেনস্থা করে ছাড়ছে নিউজিল্যান্ড ব্যাটসম্যান। যাকে পাচ্ছেন তার বলই চার-ছয় হাঁকাচ্ছেন। এই যে দেখুন মাশরাফির প্রথম ওভারেই নিল ৯ রান। এরপর চতুর্থ ওভারে বল করত এসে সাকিব দিলেন ১১ রান। যখন কিউইরা বেপরোয়া হয়ে উঠছিল তখনই মঞ্চে আবির্ভাব রুবেল হোসেনের। পঞ্চম ওভারে বল করতে এসেই তুলে নিলেন জোড়া উইকেট। ওভারের দ্বিতীয় বলে নিশাম এবং শেষ বলে ফেরালেন মুনরোকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যচে টসে জিতে আবারও বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অনুমিতভাবেই বাংলাদেশের একাদশ পরির্বতন হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে চোট পেয়ে নিউ জিল্যান্ড দল থেকে ছিটকে গেছেন লুক রনকি। তার বদলে ডাক পাওয়া টম ব্লান্ডেলের হচ্ছে অভিষেক।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে