রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৭:০৯:৪৫

টি-২০ সিরিজে সেরা ব্যাটসম্যানদের তালিকায় দুই টাইগার

টি-২০ সিরিজে সেরা ব্যাটসম্যানদের তালিকায় দুই টাইগার

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজেও পরাজয়ের স্বাদ পেতে হয়েছে টাইগারদের। আর এই ম্যাচে হারের ফলে ওয়ানডে সিরিজের মতো টি-২০ সিরিজেও হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হল মাশরাফি বাহিনীকে।

তবে দ্বিপাক্ষিক এই সিরিজে এখনও দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়ানো বাকি আছে। চলতি মাসের ১২ তারিখ থেকে মাঠে গড়াবে সাদা পোশাকের লড়াই।

ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানই এখন মূল লক্ষ্য টাইগারদের। এদিকে টি-টুয়েন্টি সিরিজে টাইগার ব্যাটসম্যানরা দলকে ভালো কিছু দিতে পারেননি।

আর কিউই ব্যাটসম্যানরা দলের পক্ষে প্রায় তিন ম্যাচেই ব্যাট হাতে সফল হয়েছে। প্রতি ম্যাচেই রান করেছেন অধিনায়ক উইলিয়ামসন। তাই তো চলতি সিরিজের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে।

অন্যদিকে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশী রান এসেছে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। আর হার্ড হিটার সাব্বির রহমানও এই সিরিজে রানের দেখা পেয়েছেন।

চলুন এক নজরে দেখে নেই টি-টুয়েন্টি সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানদেরঃ

১।কেন উইলিয়ামসনঃ সিরিজের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ম্যাচে ৭২.৫০ গড়ে মোট ১৪৬ রান এসেছে এই কিউই ব্যাটসম্যানের ব্যাট থেকে। মোট দুটি অর্ধশতক হাকিয়েছেন এই সিরিজে তিনি। সর্বোচ্চ ৭৩*।

২। কোরি অ্যান্ডারসনঃ সিরিজের প্রথম দুই ম্যাচে দলের জন্য ভালো কিছু না করতে পারলেও শেষ ম্যাচে ব্যাট হাতে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। মোট তিন ম্যাচে ৫৫.৫০ গড়ে ১১১ রান এসেছে এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে।

৩। কলিন মুনরোঃ তালিকার তিন নম্বরে আছেন আরেক হার্ড হিটার ব্যাটসম্যান কলিন মুনরো। সিরিজের দ্বিতীয় ম্যাচে শতক হাঁকানোর পাশাপাশি তিন ম্যাচে ৩৩.৬৬ গড়ে রান করেছেন মোট ১০১।

৪। মাহমুদুল্লাহ রিয়াদঃ সেরা ব্যাটসম্যানদের মধ্যে মাত্র ৮৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচে ২৯.৬৬ গড়ে রান করেছেন এই ডান হাতি। সর্বোচ্চ ৫২।

৫। সাব্বির রহমানঃ সেরা পাঁচে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আছেন হার্ড হিটার সাব্বির রহমান। তিন ম্যাচে ২৭.৩৩ গড়ে মোট ৮১ রান এসেছে এই ডান হাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে।
৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে