রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৮:২৯:৪০

সাকিব-তামিমদের অনুসরণ করেন না যুব টাইগার আফিফ

সাকিব-তামিমদের অনুসরণ করেন না যুব টাইগার আফিফ

স্পোর্টস ডেস্ক: গেলো বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে অভিষেক ম্যাচেই বল হাতে যাদু ছড়িয়ে নিজের জাতটা সকলকে ভালোভাবেই চিনিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।

তবে বিপিএল শেষ হওয়ার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সাইফ হাসানের ডেপুটি হিসেবে ছিলেন এই তরুণ। শ্রীলংকার মাটিতে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যেতে ব্যাট বল দুই বিভাগেই অবদান রেখেছেন তিনি।

দেশের হয়ে চার ম্যাচে ১৪১ রান আসে এ বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে। তাছাড়াও পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে দুই উইকেট নিয়ে দলকে জয়ের একদম কাছে নিয়ে গিয়েছিলেন।

এদিকে আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে লাল-সবুজদের জার্সি গায়ে অংশ নেবে সাইফ-আফিফরা। তাই বিশ্বকাপে ভালো করতে এখন থেকেই প্রস্তুত হবে দল।

বিশ্বকাপের আগে বাইরের দেশে গিয়ে কয়েকটা সিরিজ খেলতে পারলে ভালো হবে বলে জানান এ তরুণ। এদিকে আফিফের স্বপ্ন সাকিব-মিরাজদের মতই দলে জায়গা করে নিয়ে দেশের জন্য ভালো কিছু করার। তিনি জানান,

‘স্বপ্ন নিজের ভেতরেই থাক। শুরুটা ভালো হয়েছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভালো কিছুই হবে। সাকিব-তামিম ভাইয়ের খেলা ভালো লাগে। তবে ওভাবে কাউকে অনুসরণ করি না। আমার খেলাটা নিয়েই আমি ভাবতে চাই।’
৮ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে