রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ১১:২৪:৫১

স্বপ্ন স্বপ্নই থেকে গেল, শীর্ষে ওঠা হল না কোহলির

স্বপ্ন স্বপ্নই থেকে গেল, শীর্ষে ওঠা হল না কোহলির

স্পোর্টস ডেস্ক : আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরেই পড়ে রইলেন বিরাট কোহলি। আগেই তিনি ২ নম্বরে উঠে এসেছিলেন। শীর্ষে চলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আপাতত সেই স্বপ্নও পূরণ হলো না ভারতীয় অধিনায়কের।

শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পাকিস্তানের সঙ্গে সিরিজে তিনি ব্যর্থ হলে কোহলি হয়ত শীর্ষে চলে আসতেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে স্মিথও দারুণভাবে সফল। তিন টেস্টের সিরিজে সবথেকে বেশি রান এসেছে তার ব্যাট থেকেই। তিনি করেছেন ৪৪১ রান, ২টি শতরান, গড় ১১০.‌২৫। এই দুরন্ত ব্যাটিংয়ের জন্য আবার তিনিই শীর্ষে রয়ে গেলেন। তার পয়েন্ট ৯৩৩।

দু’‌নম্বরে থাকা কোহলির পয়েন্ট ৮৭৫। তিন, চার ও পাঁচ নম্বরে জো রুট, কেন উইলিয়ামস, ডেভিড ওয়ার্নার। ভারতীয়দের মধ্যে কোহলি ছাড়া ব্যাটিংয়ে প্রথম দশে আর কেউ নেই। পুজারা ১২, রাহানে ১৬ নম্বরে রয়েছেন। বোলিংয়ে শীর্ষেই আছেন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।  

৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে