সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০৮:৫৯:৪৫

ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণা আজ, চূড়ান্ত তালিকায় রয়েছেন যারা

ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণা আজ, চূড়ান্ত তালিকায় রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক: আজ (সোমবার) সকালে ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা পুরস্কার। ২০১০ থেকে টানা ছয় বছর ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল-এর সঙ্গে যৌথভাবে বর্ষসেরা পুরস্কার দিয়ে আসছিল ফিফা। এতে পুরস্কারের নামকরণ করা হয়েছিল ফিফা ব্যালন ডি অর’।

তবে ফ্রান্স ফুটবলের সঙ্গে এবার গাঁটবন্ধন ছিন্ন করে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার নতুন কমিটি। এতে নতুন আঙ্গিকে দেয়া হচ্ছে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

আজ জুরিখে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। তিনজনের  রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের আন্তোইন গ্রিজম্যান।

এতে ফেভারিট মানা হচ্ছে রোনালদোকে। গত মাসে ব্যালন ডি অর’ পুরস্কার ওঠে রোনালদোরই হাতে। ফিফা পুরস্কারে খেলোয়াড়রা ৫০% ভোট পাবেন বিশ্বজুড়ে জাতীয় ফুটবল দলের কোচ ও অধিনায়কের পছন্দে। বাকি ৫০% ভোট দেবেন অনলাইন ফুটবল সমর্থক ও নির্বাচিত সাংবাদিকেরা।

নতুন ট্রফিতেও থাকছে বৈচিত্র্য। ৩১০ মিলিমিটার দীর্ঘ ও ৬.৪ কেজি ওজনের ট্রফির শীর্ষভাগে রয়েছে একটি ফুটবল। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ে-আর্জেন্টিনার খেলা বলের অনুরূপ নকশা করা হয়েছে এতে।
৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে