সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ১০:৪৯:১৯

বড় সুখবর, আইসিসিতে সবার সেরা হয়েছেন সাকিব আল হাসান

বড় সুখবর, আইসিসিতে সবার সেরা হয়েছেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: বছরের শুরুতেই এলো বড় একটি সুখবর। আইসিসিতে সবার সেরা হয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে দল একের পর এক হারলেও সাকিব আল হাসান আইসিসি থেকে সুখবর পেলেন। আবার ওয়ানডেতে ‘অলরাউন্ডিং সিংহাসন’ উদ্ধার করেছেন তিনি।

শুধু ওয়ানডেই নয় টেস্ট এবং টি-টোয়েন্টিতেও ভালো অবস্থানে আছেন তিনি। দুই ফরম্যাটেই সেরা দ্বিতীয় অলরাউন্ডার। এছাড়া ওয়ানডে বোলারদের তালিকায় ষষ্ট নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। সেরা দশে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

ওয়ানডে অলরাউন্ডার তালিকায় ৩৭৭ পয়েন্ট নিয়ে সার সেরা হয়েছেন সাকিব। ৩৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাথিউস। টি-টোয়েন্টিতে সাকিবের পয়েন্ট ৩৪৬। অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ৩৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন।

এছাড়া টেস্টে সাকিবের পয়েন্ট ৪০৫। ৪৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অশ্বিন। এর আগে ২০১৫ সালের জুনে সাকিব তিন ধরনের ক্রিকেটেই সেরা অলরাউন্ডার হয়েছিলেন। সেবার ওয়ানডেতে তার পয়েন্ট ছিল ৪০৮।

সাকিব এখন নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে আছেন। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডে সিরিজে উইকেট নিয়েছেন পাঁচটি। ব্যাট হাতে রান তোলেন ৮৪।
৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে