সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০৩:২৫:০৮

দেশে আসার জন্য টিকিট কাটলেও মোসাদ্দেককে টেস্টের জন্য রেখে দিলো বিসিবি

দেশে আসার জন্য টিকিট কাটলেও মোসাদ্দেককে টেস্টের জন্য রেখে দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক: মোসাদ্দেক হোসেন দলের কয়েকজন ক্রিকেটারের সাথে দেশে ফেরার জন্য টিকিট কাটেন। কিন্তু তার টিকিট কাটা বিফলে গেলো। টেস্ট খেলার কথা ছিলো না তার। কিন্তু দলে তার প্রয়োজন অনূভব করায় রেখে দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

মাঠের সামনে দাঁড়িয়ে থাকা টিমবাস কাল ফাঁকা ফাঁকাই ফিরল। কেননা যাত্রীদের অনেকে তার আগেই হাসপাতালে রওনা দিয়েছেন। ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা নিয়ে মাশরাফি, বা হাতের আঙুলে চোট পান তামিম। দু'জনকে নিয়েই কাছের তাওরাঙ্গা হাসপাতালে রওনা দেন দলের ফিজিও ডেন কনওয়ে।

সন্ধ্যার পর হাতে মেডিকেল রিপোর্ট নিয়ে তিনিই জানান, মাশরাফির বুড়ো আঙুল ভেঙেছে। তামিমেরও এক্সরে করানো হয়েছিল; তবে তার চিড় ধরা পড়েনি। তবে সেখানে ব্যথা রয়েছে। চোট পাওয়া থেকে পরের আটচলি্লশ ঘণ্টা পর তাকে পরিস্থিতি পুনরায় পর্যবেক্ষণ করা হবে।

ফিল্ডিং করার সময় বিজ্ঞাপন বোর্ডিংয়ের গায়ে ধাক্কা খেয়ে পড়ে যান ইমরুল। এর পর আর ব্যাটিংয়েও নামেননি তিনি। তবে দলের প্রয়োজনে প্যাড পরার মতো পরিস্থিতি ছিল তার। হাঁটুতে হালকা চোট পাওয়ায় তার এক্সরে করানো হয়নি।

তাকে আগামী দু'দিন পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ফিজিও। একসঙ্গে এই মেডিকেল বুলেটিন শোনার পর দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।

সেখানে ওপেনার তামিম আর ইমরুল দু'জনেরই চোট, অধিনায়ক নিজে কেবল চোট সারিয়ে উঠেছেন। এ অবস্থায় মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকে দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাওরাঙ্গা থেকে আজই একটি গ্রুপ অকল্যান্ড যাচ্ছে, তাদের গন্তব্য ঢাকা।

শুভাগত হোম চৌধুরী, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্তরা ফিরে যাচ্ছেন ঢাকায়। সেই দলেই টিকিট কাটা ছিল মোসাদ্দেকের। কিন্তু গতকাল এতগুলো ইনজুরির খবর আসার পর তাকে দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের সঙ্গে থাকছেন পেসার মুস্তাফিজও।

তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে কোচ আর নির্বাচকপ্রধানের। প্রথম টেস্ট নয়, সিরিজর দ্বিতীয় টেস্টে মুস্তাফিজকে খেলানোর ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রথম টেস্টে রুবেল, তাসকিন, রাবি্বদের দিয়ে পেস অ্যাটাক সাজানোর পর দ্বিতীয় টেস্টে কারো একজনের বদলে খেলানো হতে পারে মুস্তাফিজকে।

চোট কাটিয়ে মাঠে ফিরলেও নিউজিল্যান্ড সিরিজে তার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পায়নি টিম ম্যানেজমেন্ট। এবার টেস্টে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে দল।
৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে