বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ০৩:৫৯:৩৮

ব্যাটিংয়ের সময় বাতাসে ৭-৮ বার বেল পড়ে যায়, মনে হয় কে যেন আমাকে টানছে: তামিম

ব্যাটিংয়ের সময় বাতাসে ৭-৮ বার বেল পড়ে যায়, মনে হয় কে যেন আমাকে টানছে: তামিম

স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করে বাংলাদেশ। তবে এই ম্যাচে বাতাসের আক্রমণে টিকে থাকার জন্য যে কত কষ্ট হয়েছে তা বোঝা যায় তামিম ইকবালের কথায়।

খেলা শেষে তামিম বলেছেন, ম্যাচ অফিশিয়ালরা শুরুর আগেই একটা কথা আমাদের বলে দিয়েছিলেন যে খুব বেশি বাতাস থাকলে সরে দাঁড়াতে। এই কারণে বেশ কয়েকবারই স্টান্স থেকে সরে দাঁড়িয়েছি আমরা।

৭-৮ বার বেল পড়ে গেছে বাতাসে। আমাদের জন্য এরকম বাতাস একদমই নতুন। এর আগে এত বাতাসের ধারে কাছেও কোথাও কখনও খেলিনি। তামিম বলেন, মাঠে ব্যাটিং করতে খুব কষ্ট হয়েছে।

এ ওপেনার বলেন, যে কোনো ব্যাটসম্যানদের জন্য কষ্টকর হবে এই কন্ডিশনে খেলা। যারা উইকেটে থাকে, সবসময়ই চায় টানা যতটা খেলা যায়। কারণ সেই মনোযোগটা ধরে রাখতে হয়, বোলারদের বিপক্ষে পরিকল্পনা করা যায়।

বিরতি পড়লেই সব নতুন করে শুরু করতে হয়। সব মিলিয়ে আমরা বেশ ভালো খেলেছি। আর এখন দ্বিতীয় দিনের কন্ডিশন নিয়ে ভাবছি।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে