শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৯:৪১:২০

পাকিস্তানের ইমরান খানের কাতারে পৌঁছে গেলেন সাকিব আল হাসান

পাকিস্তানের ইমরান খানের কাতারে পৌঁছে গেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: টেস্টে ৩০০০ রান ও ১৫০ উইকেট নিয়ে গ্রেটদের কাতারে চলে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৫০ উইকেটের মাইলফলক গড়েছিলেন। টেস্টে এখন তার উইকেট ১৫৯।

শুক্রবার টেস্টে ৩০০০ রান পূরণ করে ইমরান, কপিল, বোথাম, সোবার্সের দলে ঢুকে পড়েছেন সাকিব। বিশ্বের ১৩ নম্বর অলরাউন্ডার হিসেবে টেস্টে ৩০০০ রান ও ১৫০ বা তার অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব

গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান (পাকিস্তান), ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব, রবি শাস্ত্রী (ভারত), ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), শেন ওয়ার্নদের (অস্ট্রেলিয়া) আছে এমন কৃতিত্ব।

ওয়েলিংটন টেস্টের আগে পর্যন্ত ৪৪ টেস্টে সাকিবের রান ছিল ২৯২৯। আগের দিন করেছিলেন অপরাজিত ৫। টেস্টে ৩ হাজার রান পূরণ হতে শুক্রবার দরকার ছিল ৬৪ রান।

এদিন অসাধারণ ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন সাকিব আল হাসান ।তার আগেই তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমনের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছান সাকিব।
১৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে