বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৯:১০:৩৭

ফ্রিক্সিং কেলেঙ্কারিতে শাস্তি প্রাপ্তরাও খেলতে পারবেন বিপিএলে

ফ্রিক্সিং কেলেঙ্কারিতে শাস্তি প্রাপ্তরাও খেলতে পারবেন বিপিএলে

স্পোর্টস ডেস্ক: বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, ‘স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ও শাস্তিপ্রাপ্ত ক্রিকেটারদের বিপিএলে অংশ গ্রহনের ব্যপারে বিসিবির কোন আপত্তি নেই।’

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমির, আসিফদের শাস্তি হয়েছে। শাস্তি কাটিয়ে তারা আইসিসি থেকে ছাড়পত্র পেয়েছে বলেই আমরা তাদেরকে তালিকায় রেখেছি।আমির-আসিফ বা স্টিভেনস, সবাই মুক্ত এখন।’

এছাড়া বিপিএলে ফিক্সিং এর দায়ে জড়িতদের শাস্তি দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বিসিবির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে জানিয়ে মল্লিক বলেন, ‘আর একটা ব্যাপার হলো, অভিযোগ তো থাকতেই পারে। আইপিএলেও ১১২ জন ক্রিকেটারের বিরুদ্ধে ছিল অভিযোগ। শুধু আমরাই, একমাত্র বোর্ড বিচার করে শাস্তি দিয়েছি। এটার স্বার্থে আমরা এক বছর টুর্নান্টে বাদও রেখেছি। যেন এটা শেষ হয়। আইসিসি থেকেও আমাদের অনেক প্রশংসা করা হয়েছে।’
১৫ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে