শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৫:৩৭:৪৮

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট: বৃষ্টিতে ভেসে যেতে পারে চতুর্থ দিনের প্রথম সেশন

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট: বৃষ্টিতে ভেসে যেতে পারে চতুর্থ দিনের প্রথম সেশন

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেও কয়েক দফা বৃষ্টি হয়েছিল। যার কারণে খেলা হয়েছিল মাত্র ৪০.২ ওভার। তবে পরের দুই দিনের পুরোটা খেলা হলেও তৃতীয় দিনের শেষে শঙ্কা ছিল বৃষ্টির। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চতুর্থ দিনের শুরুতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই প্রথম সেশনের খেলা নিয়ে কিছুটা শঙ্কা বিরাজ করছে।

এদিকে শনিবার সকাল থেকে ওয়েলিংটনে চলেছে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা। তার মধ্যে প্রচন্ড বাতাস তো ছিলই। এরই মধ্যেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে এখানে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কাল সকালের দিকে বৃষ্টি হতে পারে।  এছাড়া আগামীকাল সকালে বাতাসের তিব্রতা আরও বৃদ্ধি পাবে। এমনকি বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

তবে বৃষ্টি কিংবা বাতাসের তিব্রতা বাড়লেও দুপুরের পর বৃষ্টি থেমে যাবেও বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাতাসের তীব্রতা থাকবে। সেক্ষেত্রে তা বাংলাদেশের জন্য সুখকর হবে না। কারণ এমন প্রচণ্ড বাতাসে বোলিং ও ফিল্ডিং করাও সহজ নয়।

বিশেষ করে পেসারদের বাতাসের বিপরীতে বোলিং করতে বাড়তি শক্তি ক্ষয় করতে হবে। বাংলাদেশের তিন পেসারই টেস্ট ক্রিকেটে নবীন। কামরুল ইসলাম রাব্বির ২টি টেস্ট। তার ওপর এমন দমকা বাতাসের বিপরীতে বোলিং করার পূর্ব অভিজ্ঞতা নেই কারোরই।
১৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে