শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৮:১০:৪১

বাংলাদেশের প্রশংসায় শোয়েব আখতার; যা বললেন মাশরাফি ও মুশফিককে নিয়ে

বাংলাদেশের প্রশংসায় শোয়েব আখতার; যা বললেন মাশরাফি ও মুশফিককে নিয়ে

স্পোর্টস ডেস্ক: সেইদিন হয়তো বেশী দূরে নেই যেদিন ক্রিকেট বিশ্বের বড় কোন টুর্নামেন্টে জয়ী হবে টাইগাররা। তবে টাইগারদের ক্রিকেটে উন্নয়ন শুধু একদিনে নয়।

মূলত টাইগার এই স্বপ্ন যাত্রার শুরুটা হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব কাধে নেয়ার পরই।

তবে শুধু মাশরাফি নন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও বিশেষ অবদান রয়েছে জাতীয় দলের ক্রিকেটে উন্নয়নের পেছনে। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল পিটিভি স্পোর্টসের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ক্রিকেটে উত্থান এবং বাংলাদেশের ক্রিকেটে উন্নতির সঙ্গে জড়িতদের প্রশংসা করে জানান, বাংলাদেশের ক্রিকেটে উন্নতির পেছনে আমি মনে করে চন্দিকা হাথুরুসিংহের অবদানটা অবিস্মরণীয়। মাশরাফির পায়ে সমস্যা থাকা সত্তেও সে দেশের জন্য খেলে যাচ্ছে।

তার অধিনায়কত্ব মনোভাব চোখে পরার মত। খুবই বুঝে শুনে ফিল্ডিং প্লেস করতে পারে সে এমনকি ব্যাটসম্যানদের মনোভাব বুঝে নেয়ারও ক্ষমতা রয়েছে তার মধ্যে।’ অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রশংসা করে সাবেক এই পাকিস্তানী আরও জানান, তাদের ক্রিকেট বোর্ড জানে তাদের কখন কি করতে হবে।

তারা সময় মত মাশরাফিকে দায়িত্ব দিয়েছে এবং মাশরাফি সেটাকে খুব ভালোভাবে লুফে নিয়েছে। ক্রিকেট বোর্ড ধাপে ধাপে এগাচ্ছে যার ফলও পাচ্ছে তারা। আর তারা মনস্থির করেছিল হয়তো তাই তারা আজ এই পর্যায়ে আসতে পেরেছে।

এদেইকে বর্তমান সময়ে ওয়ানডে এবং টি-টুয়েন্টিতেও উন্নতি করছে টাইগাররা। আর টাইগারদের এমন উন্নতির কারণ জানিয়ে তিনি বলেন, তারা টেস্ট ক্রিকেট খেলছে প্রায় ১৫ থেকে ১৬ বছর। অনেক কোচ এসেছে গিয়েছে কিন্তু তারা অবশেষে তারা নিজেদের মেলে ধরতে পেরেছে।
১৪ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে