শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৮:২৫:০১

দুটো উইকেট পেলাম, সামনে আরো ভালো কিছুই হবে আশা রাখি: টাইগার রাব্বি

দুটো উইকেট পেলাম, সামনে আরো ভালো কিছুই হবে আশা রাখি: টাইগার রাব্বি

স্পোর্টস ডেস্ক: কিউইদের বিপক্ষেই যে তাসকিন আহমেদের টেস্ট অভিষেক হবে এটা একরকম নিশ্চিতই ছিলো। আর সেই পরিপ্রেক্ষিতেই ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টে তাঁর মাথায় উঠলো টেস্ট ক্যাপ।  

অপরিদকে আরেক পেসার কামরুল ইসলাম রাব্বির টেস্ট অভিষেক হয়েছে আরও আগেই। ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজেই দেশের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন রাব্বি।

সেদিক থেকে তাসকিনের থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা বেশি রাব্বির। আর অভিজ্ঞতার কল্যাণেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিং করতে এসে দুই উইকেট শিকার করেছেন তিনি।

তৃতীয় দিনে দুটি উইকেট তুলে নিয়ে তিনিই দলের সেরা বোলার। তবে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে রাব্বি জানালেন তাসকিনকেই বেশি অভিজ্ঞ মনে হয়েছে তাঁর।

রাব্বি বলেন,  ‘আমরা অনেকদিন ধরেই একসঙ্গে খেলছি। প্রথম শ্রেণির ক্রিকেট, প্রিমিয়ার লিগে খেলেছি। তাসকিন তো অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটই খেলছে। সেদিক থেকে তাসকিনকে আমার কাছে বেশি অভিজ্ঞ মনে হচ্ছিল।’

এদিন জিত রাভাল ও রস টেইলের মত দুজন ব্যাটসম্যানকে আউট করেছেন রাব্বি। আর এজন্য তৃপ্তিও পাচ্ছেন। নিজের পারফর্মেন্স নিয়ে তাঁর মন্তব্য,

‘ভালো খেলার চেষ্টা করছি। ঢাকা টেস্টের ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি। ঢাকা টেস্টে মনে হতো একটা উইকেট যদি পাই, জীবনে অনেক কিছু হবে। এখানে তো দুটো উইকেট পেলাম। সামনে আরো ভালো কিছুই হবে আশা রাখি।’

বেসিন রিজার্ভের কনকনে ঠান্ডা আবহাওয়ার কারণে বোলার এবং ফিল্ডারদের বেশ সমস্যা হচ্ছিল বলে জানালেন রাব্বি।

‘ঠাণ্ডার কারণে আমাদের বোলিং-ফিল্ডিংয়ে অনেক সমস্যা হচ্ছিল। অনেক কষ্ট হচ্ছিল আমাদের। শরীর গরম হচ্ছিল না। বাতাসে ফিল্ডিং করতেও সমস্যা হচ্ছিল। আমরা এমন আবহাওয়ায় তো খুব কম ম্যাচ খেলেছি। তবে ভালো কিছুর চেষ্টা অব্যাহত ছিল আমাদের’, বললেন এই তরুণ পেসার।
১৪ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে