শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৯:৫৫:০৫

বাজে বল করলে রক্ষা নেই, টাইগার শিবিরে হঠাৎ এমন কথা কেন?

বাজে বল করলে রক্ষা নেই, টাইগার শিবিরে হঠাৎ এমন কথা কেন?

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে এখনও পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল বাংলাদেশের নাম। সাকিব-মুশফিকের রেকর্ড জুটিতে বড় রানের ভিত্তির পর আজ ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেন টাইগাররা।

জবাব দিতে নেমে ৩ উইকেটে ২৯২ রান করে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ প্রথম ইনিংসে এখনও এগিয়ে ৩০৩ রানে।

এবারের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে এখানকার বাতাস খুব ভুগিয়েছে বাংলাদেশের বোলারদের। সেখানে এই বেসিন রিজার্ভ তো বাতাসের নগরী। আজ যখন বোলিং করছিলেন বাংলাদেশের বোলাররা তখনও বাতাস বইছে তীব্রভাবে।

Babuতবে এই বাতাসেও দারুণভাবে সফল কামরুল ইমলাম রাব্বি। ১৩ ওভার বল করে ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে রয়েছে টেলরের গুরুত্বপূর্ণ উইকেটটিও।

দিন শেষে বাংলাদেশ দলের পক্ষে তাই সংবাদ সম্মেলনে এলেন কামরুল ইসলাম রাব্বি। এসময় কন্ডিশন নিয়ে কথা উঠতেই ২৫ বছর বয়সী পেসার জানালেন, ‘বাতাসের কারণে সমস্যা ছিল।

তবে উইকেট ভালো ছিল। আমাদের দেশের সঙ্গে পার্থক্য বাউন্স আর বাতাস। নইলে ভালো। সব দলই জিততে চেষ্টা করে। আমাদেরও চেষ্টা জিততে, নিউজিল্যান্ডেরও। আমার মনে হয় এই ম্যাচে ফলাফল আসবে।’

এসময় রাব্বি আরও বলেন, ‘ভালো যায়গায় বল ফেলতে পারলে এই উইকেটে সফল হওয়া খুব সম্ভব, ‘আমি যতটুকু বুঝি এটা স্পোর্টিং উইকেট। আমি যদি ভালো জায়গায় বল করতে পারি তাহলে ব্যাটসম্যানরা অবশ্যই ঝামেলায় পড়বে। বাজে বল করলে রক্ষা নেই। এসব উইকেটে ধৈর্য্যটা গুরুত্বপূর্ণ। অনেক বেশি ধৈর্য্য রেখে বল করতে হবে। সেটা করাতেই আমাদের সুযোগগুলো আসছে।-জাগো নিউজ
১৪ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে