শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ১০:২০:২০

মুশফিকের পরিবর্তে উইকেটকিপার ইমরুল কায়েস

মুশফিকের পরিবর্তে উইকেটকিপার ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক: শনিবার ওয়েলিংটন টেস্টে শুক্রবার ব্যাথা নিয়ে অনেকটা সময় ব্যাট করে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। খেলেছেন ১৫৯ রানের দারুণ এক ইনিংস। ব্যাট করার সময় নেইল ওয়াগনারের লাফিয়ে ওঠা একটি বলে আঘাত লেগেছিল তাঁর আঙুলে।

সেই ব্যাথার কারণে শনিবার আর ফিল্ডিংয়ে নামা হয়নি তাঁর। আঙুলের এক্সরে করা হয়েছে। অপেক্ষা এখন সেই এক্সরের রিপোর্টের। তার পরিবর্তে উইকেটের পেছনে দাড়িয়েছেন ইমরুল কায়েস।

উইকেটের পেছনে অবশ্য নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন ইমরুল। দু’টো ক্যাচও ধরেছেন তিনি। ৫৪ রানে থাকতে পেসার কামরুল ইসলাম রাব্বির বলে ওপেনার জিত রাভাল উইকেটের পেছনে ক্যাচ দেন। একই ভাবে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসনও। তার উইকেটটি পান তাসকিন আহমেদ।

ইমরুলের জন্য টেস্টে উইকেটকিপারের দায়িত্ব অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও মুশফিকের ইনজুরিতে তার পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
১৪ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে