শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ১০:৪৪:০৭

মাত্র ৪৫ রান করলেই কোথায় পৌঁছবেন টাইগার সাকিব জানেন?

মাত্র ৪৫ রান করলেই কোথায় পৌঁছবেন টাইগার সাকিব জানেন?

স্পোর্টস ডেস্ক: একের পর এক নতুন রেকর্ড ও মাইফলক গড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব।

সেই বিশ্বরেকর্ডের একটি সুদির্নিষ্ট সময় শেষ হতে না হতেই আবারও নয়া মাইফলেকের সামনে টাইগার সাকিব। এবার আর মাত্র ৪৫ রান করলেই সাকিব পৌঁছে যাবেন স্বপ্নের স্থানে। বন্ধু তামিমের কাছে।

বন্ধু-সতীর্থ তামিম ইকবালের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৯০০০ হাজার আন্তর্জাতিক রানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। আর মাত্র ৪৫ রান করলেই তিনি এই মাইলফলকে পৌঁছে যাবেন।

ক্রিকেট বিশ্বে এখন অবধি মাত্র ৮৯ জন ব্যাটসম্যান এই মাইলফলকে নাম লেখাতে পেরেছেন। সাকিবের রান এখন ৮৯৫৫ (টেস্ট ৩১৪৬, ওয়ানডে ৪৬৫০,টি-টোয়েন্টি ১১৫৯)।

অন্যদিকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে থাকা তামিমের রান এখন ৯৭২৭। সাকিব-তামিম এক সাথে টেস্ট খেলেছেন ৪৪ টি। আর এই ৪৪ ম্যাচে মাত্র ৪ বারেই এক সাথে উইকেটে ব্যাট করেছেন দুই বন্ধু।
১৪ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে