বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১১:১১:০০

‘২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য এগিয়ে আছে সেই দেশ’

 ‘২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য এগিয়ে আছে সেই দেশ’

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরে শিরোপা জয়ের জন্য এগিয়ে আছে একটি শক্তিধর টিম। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা জানিয়েছেন এই তথ্য।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুখিয়ে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু লারার মুখে উচ্চারিত হয়নি এই দেশগুলোর নাম। অন্যদিকে বিশ্বকাপের আসর ভারতে হওয়ার কারণে বেশ আত্মবিশ্বাস থাকবে ভারতের।

এই আত্মবিশ্বাসকেই শিরোপা জয়ের কারণ হিসাবে দেখছেন লারা। তিনি বলেছেন, ভারত টি-টোয়েন্টিতে একটি বিপজ্জ্বনক টিম। ঘরের মাঠ থেকে শিরোপা হাতছাড়া হতে দেবে না তারা।

শিরোপা জয়ের দিক থেকে তারা বেশ এগিয়ে বলে জানান তিনি। লারা বলেন, ২০১১ সালে বিশ্বকাপের শিরোপা জিতে ভারত নিজেদের শক্তি দেখিয়েছে। এবারও জ্বলে ওঠার মত তারকা রয়েছে ভারতে। শচীনের দেশ ভারতের সামনে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ বলে মনে করেন লারা।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে