বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১১:১৭:৪৪

‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিরাই ফেবারিট’

‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিরাই ফেবারিট’

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে ভারতের খেলা দেখলে যে কেউই বলে দিবে ভারত ক্রিকেটে আজ মহা দুর্যোগের উপস্থিতি। সফরকারী আমলাদের কাছে একের পর এক হারের লজ্জায় কাতারাচ্ছেন ধোনি-কোহলিরা।

তবে ভারতকে নিয়ে আশা ছাড়তে নারাজ ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিদের ভেবারিট মনে করছেন তিনি।

দেশের মাটিতে ভারত ক্রিকেট টিম সব সময়ই ভয়ংকর। সম্প্রতি আমলাদের বিপক্ষে খারাপ খেললেও ২০১৬ সালে নিজেদের মাটিতে জ্বলে উঠবে ধোনি বাহিনী। তার মতে ভারতের কিছু আক্রমনাত্মক ও রক্ষণাত্মক ক্রিকেটার রয়েছে। যাদের নিয়ে যে কোন ম্যাচ জেতানো সম্ভব।

বললেন, ‘এবারের আসরে(টি-টোয়েন্টি বিশ্বকাপ) ভারতই ফেভারিট। আমি জানি ঘরের মাঠে খুব চাপ থাকে। তবে ওই চাপ সামলানোর ক্ষমতাও রয়েছে ভারতীয়দের। আমি মনে করি ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।’

প্রসঙ্গত, ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ যেতে ধোনিরা। এবার সেই ধোনির নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে উপমহাদেশের অন্যতম সেরা দলটি।
১৫ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে