স্পোর্টস ডেস্ক: মেসিহীন আর্জেন্টিনা যে কতটা অসহায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্তিনো। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে তেভেজরা। আর এ হারের ফলে ফিফা র্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা। ফিফার নতুন র্যাংঙ্কিংয়ে আর্জেন্টিনাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। আগামী ৫ নভেম্বর ফিফা আনুষ্ঠানিকভাবে এ র্যাংঙ্কিং প্রকাশ করবে।
আর্জেন্টিনার দুঃখের দিনে ঘরের মাঠে ইসরাইলকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানটি নিজেদের দখলে নিচ্ছে বেলজিয়াম। যা হবে দেশটির আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে প্রথম।
ইসরাইলের বিপক্ষে জয়ের ফলে বেলজিয়ামের স্কোর দাঁড়িয়েছে ১ হাজার ৪৪০। আর আর্জেন্টিনার ১ হাজার ৩৮৩।
দেশ র্যাংঙ্কিং
বেলজিয়াম ১
জার্মানি ২
আর্জেন্টিনা ৩
পর্তুগাল ৪
চিলি ৫
স্পেন ৬
কলম্বিয়া ৭
ব্রাজিল ৮
ইংল্যান্ড ৯
অস্ট্রিয়া ১০
১৫ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু