স্পোর্টস ডেস্ক : জীবনের সেরা ম্যাচ খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেন শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান করুণারত্নে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দর্শনীয় ক্রিকেট খেলছে শ্রীলঙ্কা।
দুই লঙ্কানের ঝড়ে রানের পাহাড় প্রতিপক্ষের সামনে। এই রানের প্রায় পুরোটাই আসে শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে। চান্দিমাল ও করুণারত্নের ঝড়ে ক্রিকেটে নিজেদের ঐতিয্যর পথে হাঁটে শ্রীলঙ্কা।
তৃতীয় উইকেট জুটিতে ২৩৮ রানের জুটি গড়েন তারা। যা শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সেরা জুটি। করুণারত্নে ১৮৬ রানের লম্বা ইনিংস খেলেন। সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন চান্দিমাল।
শ্রীলঙ্কার দলীয় রান এরই মধ্যে ৪১৭। ৩ উইকেট হারিয়ে দাপুটেভাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার গল স্টেডিয়াম সাক্ষী হতে যাচ্ছে লঙ্কানদের জন্য। শ্রীলঙ্কা এই গলেই গত সিরিজে হেরে যায়। শ্রীলঙ্কার জন্য এবার আর্শীবাদ হয়ে উঠছে এই স্টেডিয়াম।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর