স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ভারত সফরে আসেন পেলে। ভারতে বসেই ফুটবলের ইতিহাস পর্যালোচনা করে সর্বকালের সেরা একাদশ সাজান পেলে। পেলের সাজানো সেরা একাদশে ডাক পেয়েছেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তারকা ফুটবলার।
ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের সাজানো একাদশে রয়েছে চমকের চমক। কয়েক দিন আগে সেরা ফুটবলারদের বিষয়ে একটি ব্যাখ্যা দাঁড় করান পেলে। সে ব্যাখ্যার প্রতিফলন তার সাজানো এই একাদশে।
পেলের একাদশে যায়গা পাননি পর্তুগালের রোনালদো। কিন্তু মেসি ঠিকই রয়েছেন সেরাদের মাঝে। তবে ব্রাজিলের সাবেক তারকা রোনালদো রয়েছেন পেলের সাজানো একাদশে। দুই জনকেই ফরোয়ার্ড লাইনে রেখেছেন তিনি।
মিডফিল্ডে রেখেছেন ডিয়েগো ম্যারাডোনা, আলফ্রেড ডি স্টেফানো, ইয়োহান ক্রুইফ ও দিদিকে। ডিফেন্সে কাফু, ফ্র্যাঙ্কো বারেসি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পেলে গোলকিপার হিসেবে রাখেন লেভ ইয়াসিনকে। সোভিয়েত ইউনিয়নের সাবেক কিংবদন্তি লেভ ইয়াসিন বিশ্বে সেরা গোলকিপার হিসাবে পরিচিতি পান বেশ আগে থেকেই।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর