স্পোর্টস ডেস্ক : কথায় বলে যেমন কুকুর তেমন মুগুড়। এই প্রবাদ বাক্যটির সাথে মিলে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের ক্রিকেট লড়াই। পাকিস্তান বিশাল রানের লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে এই রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ইংল্যান্ডও দারুণ খেলছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এ টেস্টে ইংলিশ বোলাদের যে অবস্থা ছিল একই চিত্র পাকিস্তানের বোলারদের ক্ষেত্রেও।
এই টেস্ট যেন ব্যাটসম্যানদের জন্য উল্লাসের। ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক এরই ম্যধ্যে সেঞ্চুরি পূর্ণ করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাঙ্খিত লক্ষ্যে। ১১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।
ইংলিশদের রান যখন ১৯৭ তখন এক উইকেট হারিয়ে দারুণ খেলে যাচ্ছেন কুক ও ইয়ান বেল। প্রথম ইনিংসে পাকিস্তান ৫২৩ রান সংগ্রহ করে। পাকিস্তানের এই রানের লক্ষ্যে ইতিবাচক পথেই হাঁটছে ইংল্যান্ড।
আবুধাবির ওসমান আলী স্টেডিয়ামে ইংলিশদের ব্যাটিং দাপট মোটেই কম নয় শোয়েবদের বিপরীতে।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর