বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৬:৪৮:০০

বুকভরা কষ্ট নিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়ে জহির খান যা বললেন

বুকভরা কষ্ট নিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়ে জহির খান যা বললেন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় বোলিং লাইনআপ বদলে দেয়া কিংবদন্তী পেসার জহির খান হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন। যার অভিষেকের মধ্যে দিয়ে স্পিন নির্ভর ভারতীয় দলে নতুন যুগের সূচনা হয়েছিল। বলা হয় কপিল দেবের পর ভারতের প্রথম বিশ্বমানের পেস বোলার হচ্ছেন জহির খান। এক যুগেরও বেশি সময় ধরে ভারতীয় পেস বোলিংয়ের ভার প্রায় একাই বয়ে বেড়িয়েছেন। এই দায়িত্ব পালন করতে করতেই কখন তরুণ ক্রিকেটার থেকে বয়সের ভারে নুয়ে পড়া যোদ্ধায় পরিণত হয়েছিলেন, হয়তো তিনি তা টেরই পাননি। তাই তো শেষ একটা ম্যাচ খেলার আগেই অনেকটা লুকিয়ে অবসরের ঘোষণা দিতে হলো তাকে। জহির খানের কষ্টটা মূলত এখানেই।

জাহির খান আট দিন আগেই নিজের ৩৭তম জন্মদিন পালন করেছেন। একজন পেসারের জন্য অনেক বেশি বয়স এটি। আন্তর্জাতিক ক্রিকেট তাঁকে শেষবারের মতো মাঠে দেখেছিলই প্রায় দেড় বছর আগে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, ওয়েলিংটন টেস্টে।

আর ছোট ফরম্যাটে নীল জার্সিতে কবে খেলেছেন তা ভুলে যাওয়ারই দশা। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের অবিশ্বাস্য এক জয়ের ম্যাচটিতে অসাধারণ বোলিং নৈপুণ্যের পরও বারবার চোটের কারণে আর দলে ফিরতে পারেননি।

আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। সেই ঘোষণাও আজ দিয়ে দিলেন জহির। আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন একটু অন্য ভাবেই। ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে নয়। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। তবে আইপিএলের পরবর্তী সিজনটি খেলেই পুরোপুরি ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।

চোটের কারণে ১৫ বছরের ক্যারিয়ারে সম্ভাবনার সবটুকু মেলে ধরতে পারেননি। কিন্তু মাঠে যখনই ছিলেন, দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। এ জন্যই স্পিনারদের দাপটের ভিড়েরও ভারতের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থস্থানে আছেন। ৯২ টেস্টে ৩১১ উইকেট এবং ২০০ ওয়ানডেতে ২৮২টি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করছেন। সব মিলিয়ে ৬১০টি আন্তর্জাতিক উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা জহিরকে অবশ্য কেবল উইকেট সংখ্যা দিয়ে বিচার করাটা বোকামি।
তাঁর দেখানো পথেই ভারত দলে এখন নতুন নতুন পেস বোলারের আগমন।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে