স্পোর্টস ডেস্ক: দিমুথ করুনারত্নের পর গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করলেন শ্রীলংকার মিডল-অর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। করুনারত্নের ও চান্ডিমালের জোড়া দেড় শতাধিক রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪৮৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। জবাবে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ৬৬ রান করেছে ক্যারিবীয়রা। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ৪১৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
টেস্টের প্রথম দিনই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে নায়ক বনে গিয়েছিলেন করুনারত্নে। তার পাশে থেকে পার্শ্বনায়ক হিসেবে ছিলেন চান্ডিমাল। কারণ করুনারতেœ ১৩৫ রানে দিন শেষ করলেও, ৭২ রানে অপরাজিত থেকে যান চান্ডিমাল। সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন চান্ডিমালও। স্বপ্ন যখন দেখেছেন, তখন সেই স্বপ্নকে বাস্তবেও রুপ দিতে ভুল করেননি চান্ডিমাল।
দ্বিতীয় দিনে শ্রীলংকার ইনিংসে ১০৬ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাকিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ও গল-এ টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন চান্ডিমাল। ততক্ষণে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত দেড় শতাধিক রানের কোটা স্পর্শ করে ফেলেন করুনারত্নে।
এরপর প্রথম ডাবল-সেঞ্চুরির স্বপ্নটা দেখছিলেন করুনারত্নে। কিন্তু ব্যক্তিগত ১৮৬ রানেই থেমে যেতে হলো তাকে। ৩৫৪ বল মোকাবেলা করে ১৬টি চার ও ১টি ছক্কায় ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটি সাজান করুনারত্নে। দলীয় ৩৩৯ রানে তার বিদায়ে চান্ডিমালের সাথে ২৩৮ রানের জুটি ভাঙ্গে। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান। সেই সাথে সাবেক দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার রেকর্ডটি ভেঙ্গে ফেলেন করুনারত্নে ও চান্ডিমাল। ২০০১ সালে এই ভেন্যুতেই ১৬২ রানের জুটি গড়েছিলেন জয়া ও সাঙ্গা।
করুনারতেœর বিদায়ের পরও শ্রীলংকার রানকে বড় করছিলেন চান্ডিমাল ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। দলপতির সাথে ৮৬ রান যোগ করে নামের পাশে ১৫১ রান রেখে ফিরেন চান্ডিমাল। তার ২৯৮ বলের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা ছিলো। চলতি টেস্টের এক ইনিংসে করুনারত্নে ও চান্ডিমাল দেড়শতাধিকের বেশি রান করেন। ২০১০ সালের পর আবারো ঘটলো এমন ঘটনা। সর্বশেষ এমন কাজটি করে দেখিয়েছিলেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা।
ম্যাথুজের ৪৮ রানের পর নিজেদের ইনিংসের শেষদিকে দেবেন্দ্র বিশুর ঘুর্ণিতে পড়ে ৪৮৪ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। বিশু ১৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া জেরম টেইলর ২ উইকেট নেন।
এরপর দিনের শেষভাগে ২১ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতেই ২ উইকেট হারিয়ে ৬৬ রান করতে পারে ক্যারিবীয়রা। প্রতিপক্ষের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথ। ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ বার্থওয়েথ ১৯ ও শাই হোপ ২৩ রান করে আউট হন। ড্যারেন ব্রাভো ১৫ ও মারলন স্যামুয়েলস ৭ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
শ্রীলংকা প্রথম ইনিংস : ৪৮৪/১০, ১৫২.৩ ওভার (করুনারতেœ ১৮৬, চান্ডিমাল ১৫১, বিশু ৪/১৪৩)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৬৬/২, ২১ ওভার (হোপ ২৩, বার্থওয়েথ ১৯, হেরাথ ২/১৪)।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ