স্পোর্টস ডেস্ক: গত বছরের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নেদারল্যান্ড এবারের ইউরো ২০১৬ বাছাইপর্ব থেকে বিদায় নিলেও চূড়ান্ত পর্বে সরাসরি খেলা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া ও তুরষ্ক।
গতকাল অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ ম্যাচে এ্যামাস্টারডামের ঘরের মাঠে চেক রিপাবলিকের বিপক্ষে জয় প্রয়োজন ছিল ডাচদের। একইসাথে আশা ছিল ইতোমধ্যেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা আইসল্যান্ডের বিপক্ষে তুরষ্কের পরাজয়ের। তবেই গ্রুপ-এ’র তৃতীয় দল হিসেবে নেদারল্যান্ডের প্লেÑঅফে খেলার আশা বজায় থাকতো। কিন্তু দিন শেষে কার্যত কোনটাই ঘটেনি। ১৯৮৮ এর ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা ৩-২ গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে তুরষ্ক আইসল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে সেরা তৃতীয় দল হিসেবে ফ্রান্সের টিকেট পেয়েছে। এর আগেই এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল চেক রিপাবলিক ও আইসল্যান্ড। এই নিয়ে কোচ ড্যানি ব্লিন্ডের অধীনে বাছাইপর্বের চারটি ম্যাচে তিনটিতেই পরাজিত হলো অরেঞ্জরা।
প্রথমার্ধের ২৪ মিনিটে হফেনহেইমের স্ট্রাইকার পাভেল কাদেরাবেক চেকদের এগিয়ে দেন। ৩৫ মিনিটে ব্যবধান দিগুন করেন জোসেফ সুরাল। ৪৩ মিনিটে মেমফিস ডিপেকে কঠিন এক চ্যালেঞ্জ করায় চেক ডিফেন্ডার মারেক সুচিকে মাঠ ত্যাগ করতে হয়, ফলে বাকি সময়টা চেকদের ১০জনের দল নিয়েই খেলত হয়েছে।
বিরতির পরে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমে রবিন ফন পার্সির জন্য জাতীয় দলের জার্সি গায়ে ১০১তম ম্যাচটি মোটেই সুখকর হয়নি। ৬৬ মিনিটে তার হেডে নেদারল্যান্ড আত্মঘাতি গোলের লজ্জায় পড়ার সাথে সাথে ৩-০ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের শেষের দিকে ক্লাস-হান হান্টেলার ও ফন পার্সি দুটি গোল করে ব্যবধান কমালে তা পরাজয় এড়াতে যথেষ্ঠ ছিল না। ২০০২ সালের বিশ্বকাপের পরে এই প্রথম বড় কোন টুর্ণামেন্টের ফাইনাল থেকে বাদ পড়লো ডাচরা। ১৯৮৪ সাল থেকে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব থেকে তারা বাদ পড়েনি। জুলাইতে গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত ব্লিন্ড ম্যাচ শেষে বলেছেন, কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর কোন ইচ্ছা আমার নেই। ২০১৮ সাল পর্যন্ত যেহেতু আমার চুক্তি রয়েছে তাই আমি আমার কাজ চালিয়ে যেতে চাই। এই দলটির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। এই ফলাফলের জন্য শুধুমাত্র কি আমি দায়ী, এটা নিয়ে আমি পর্যালোচনা করবো। এই ফল মোটেই ভাল নয়।
এদিকে গ্রুপের অপর ম্যাচে মিডফিল্ডার গোখান টোরে ম্যাচ শেষের ১২ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করলেও তুরষ্কের জয় আটকাতে পারেনি আইসল্যান্ড। ৮৯ মিনিটে সেলাক ইনানের দূর্দান্তক ফ্রি-কিকে তুরষ্কের জয় নির্ধারিত হয়। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে সেরা তৃতীয় দল হিসেবে তুরষ্ক ফ্রান্সের টিকেট নিশ্চিত করেছে। অথচ তৃতীয় সেরা দল হিসেবে বাছাইপর্ব থেকে যাওয়া প্রায় নিশ্চিত ছিল হাঙ্গেরির। কিন্তু রোববার গ্রীসের কাছে আকস্মিক ভাবে ৪-৩ গোলে হেরে যাওয়ায় এখন তাদেরকে নভেম্বরে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
গ্রুপ-এইচ এ মাল্টাকে ১-০ গোলে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নরওয়েকে পিছনে ফেলে তারা ইতালির পরে এই গ্রুপ থেকে ফ্রান্সে যাচ্ছে। ক্রোয়েশিয়ার থেকে দুই পয়েন্ট এগিয়ে রোমে ম্যাচ শুরু করেছিল নরওয়ে। কিন্তু ম্যাচটিতে ২-১ গোলে পরাজিত হওয়ায় তাদের হতাশ হতে হয়েছে।
ইউরো ২০১৬’র চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী দেশ :
ফ্রান্স (স্বাগতিক), চেক রিপাবলিক, আইসল্যান্ড, তুরষ্ক, বেলজিয়াম, ওয়েলস, স্পেন, স্লোভাকিয়া, জার্মানী, পোল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, রোমানিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, পর্তুগাল, আলবেনিয়া।
নভেম্বরে প্লে-অফ খেলবে যারা : বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইউক্রেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, হাঙ্গেরী, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ