স্পোর্টস ডেস্ক: একটা সময় ছিল যখন লিটিল মাস্টার শচিন টেন্ডুলকার অনুশীলনে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন। শচিনের কাছে ক্রিকেটটা ছিল নেশার মতো। ২০১৩ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বন্ধ হয়ে যায় তার অনুশীলন। তবে সম্প্রতি তিনি আবার ক্রিকেটে ফিরছেন। যেতে শুরু করেছেন অনুশীলনে। যুক্তরাষ্ট্রে আগামী মাসে খেলবেন অল স্টার্স ক্রিকেটে। মূলত সে কারণেই তিনি আবার ক্রিকেট অনুশীলন শুরু করেছেন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের সাথে মিলে এই আয়োজনটা করছেন টেন্ডুলকার। যৌথ আয়োজন। কিংবদন্তি সব খেলোয়াড় খেলবেন এই আসরে। খেলবেন টেন্ডুলকার ও ওয়ার্নও। আমেরিকায় ৩টি ম্যাচ হবে। প্রত্যেকটি টি-টোয়েন্টি। “শচীন’স ব্লাস্টার্স” খেলবে “ওয়ার্ন’স ওয়ারিয়র্স” এর বিপক্ষে। আমেরিকার ভিন্ন তিনটি বেস বল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
তারকারা এখন নিজেদের খবর জানানোর জন্য বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। গত রাতে টেন্ডুলকার তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে নিজের অনুশীলনের ছবি পোস্ট করেছেন। স্ট্যাটাসে প্রশ্ন ছুড়ে দিয়েছেন পার্টনার ওয়ার্ন ও অন্যদের দিকে। লিখেছেন, “খেলার জন্য এর মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছি। তোমার কি খবর বন্ধু @শেন ওয়ার্ন #ক্রিকেট অল স্টার্স @টি-টোয়েন্টি অল স্টার্স।”
এই আসরে খেলবেন ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী, জ্যাক ক্যালিস, গ্লেন ম্যাকগ্রা, মাহেলা জয়াবর্ধনে, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ ও আরো অনেক কিংবদন্তি ক্রিকেটার। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও হস্টনে হবে ম্যাচ তিনটি। নভেম্বরের ৭, ১১ ও ১৪ তারিখে হবে খেলাগুলো। সাম্প্রতিক টুইটে ওয়ার্ন লিখেছেন, “অল স্টার্স লিগ আমেরিকায় আসছে। এটা আয়োজন করতে শচীন টেন্ডুলকার ও আমি ১২ মাস এক সাথে কাটিয়েছি। আমাদের সাথে ইতিহাসের সঙ্গী হন। একটি বা সব কটি ম্যাচের টিকিট কিনুন। গত ২৫ বছরের সেরা সব খেলোয়াড়কে নিয়েছি আমরা।”
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ