বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১০:১৯:৫৫

আবুধাবী টেস্ট, শোয়েব মালিকের পথেই অ্যালিস্টার কুক

আবুধাবী টেস্ট, শোয়েব মালিকের পথেই অ্যালিস্টার কুক

স্পোর্টস ডেস্ক: আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের ৫২৩ রানে ইনিংস ঘোষণার পর দৃঢ়ভাবেই লড়ে যাচ্ছে সফররত ইংল্যান্ড। মূলত পাকিস্তানের বিশাল রানের পেছনের নায়ক মূলত শোয়েব মালিক। যিতি ২৪৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। অন্যদিকে আজ তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ২৯০ রান। যার মধ্যে এখনও ক্রিজে ১৬৮ রানে অপরাজিত আছে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। দুই দলের মধ্যে চলমান টেস্ট যেভাবে এগোচ্ছে তাতে ড্রয়ের সম্ভাবনাই প্রবল হচ্ছে।

পাকিস্তানের বড় সংগ্রহের জবাবে বুধবারই ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। দিনশেষ করেছিল বিনা উইকেটে ৫৬ রান। সেখান থেকেই বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছে কুক বাহিনী। কুক ১৬৮ রান করে অপরাজিত থাকলেও ইংলিশদের দিনের শেষটা ভাল হয়নি।

১ উইকেটে ২৮১ রান তুললেও শেষদিকে মাত্র ৯ রানে সাজঘরে ফিরেছেন দু’জন ব্যাটসম্যান। দিনের শেষটাতে হঠাৎ করেই জ্বলে উঠেছেন পাক পেসার ওয়াহাব রিয়াজ। ৬৩ রান করা ইয়ান বেল ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েছেন। এর পরই মার্ক উড বোল্ড হয়ে গেছেন তার বলে।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান : প্রথম ইনিংস, ৫২৩/৮ ডিক্লেয়ার, ওভার ১৫১.১ (মালিক ২৪৫, শফিক ১০৭, হাফিজ ৯৮; স্টোকস ৪/৫৭, অ্যান্ডারসন ২/৪২)
ইংল্যান্ড : প্রথম ইনিংস, ২৯০/৩, ওভার ১১০ (কুক ১৬৮*, আলী ৩৫, বেল ৬৩)
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে