স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২ রানে জয় পেয়ে যখন গোটা ভারত নাচানাচিতে ব্যস্ত। ঠিক তখন বেফাঁস মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার বিনোদ ফাড় ফেঁসে গেছেন। রবিবার কানপুরে প্রথম ওয়ানডের পর ভারতীয় আম্পায়ার বিনীত কুলকার্নির কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় আইসিসি তার ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে। বুধবার দ্বিতীয় ওয়ানডে শেষে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড, বিনোদ ফাড়কেকে শুনানিতে ডেকেছিলেন।
‘অধিনায়কের(ধোনি) রিপোর্ট আমি দেখিনি, তবে আমি অবশ্যই আমার রিপোর্টে তার(কুলকার্নি) কথা উল্লেখ করতে যাচ্ছি। এটা সবার কাছেই স্পষ্ট যে আম্পায়ারিং এর মান ভাল ছিল না।’ এমন মন্তব্য করেই আইসিসির কোড অফ কনডাক্টের ২.১.৩ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন ফাড়কে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টির পরেও আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফাড়কে।
চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে অন ফিল্ড আম্পায়ার হিসেবে আর কোন ম্যাচে দেখা যাবে না বিতর্কিত আম্পায়ার কুলকার্নিকে। মুম্বাইয়ে সিরিজের শেষ ওয়ানডেতে তৃতীয় আম্পায়ার হিসেবে ফিরবেন তিনি।
সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ