স্পোর্টস ডেস্ক: একেই বলে ব্যাটিং স্বর্গ! অষ্টম টেস্টেই পঞ্চম ডাবল সেঞ্চুরি দেখে ফেলল সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শেখ জায়েদ স্টেডিয়াম। বুধবার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন শোয়েব মালিক।
এশিয়ায় সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানের ভেন্যুটিতে ৪০ ম্যাচে ১০টি ডাবল সেঞ্চুরি হয়েছে। ৩৯ ম্যাচে নয়টি ২০০ রানের ইনিংস নিয়ে দুইয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব।
ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি দেখা গেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে। ৭৩ ম্যাচে ২০টি ডাবল সেঞ্চুরির সাক্ষী দক্ষিণ অস্ট্রেলিয়ার ভেন্যুটি। ৯৮ ম্যাচে ১৯ ডাবল সেঞ্চুরি নিয়ে দুইয়ে লন্ডনের ওভাল গ্রাউন্ড।
এই তালিকায় শোয়েব মালিক ছাড়া বাকি চারজন হলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানের তৌফিক উমর, ইউনুস খান ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এই হারটা যদি বজায় থাকে, তবে শিগগিরই হয়তো এশিয়ার সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি প্রসবিনী টেস্ট ভেন্যু হয়ে যাবে আবুধাবি। প্রিয় নিউজ
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ