স্পোর্টস ডেস্ক : বল হাতে শুরুটা তিনি করতেন জাতীয় দলের হয়ে। সেই ভারতীয় পেসার জ়াহির খান ক্রিকেটকে গুডবাই জানালেন। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন।
৯২টি টেস্ট এবং ২০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। পাশাপাশি ১৭টি টি-টুয়েন্টি ম্যাচও খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন এই বাঁহাতি পেসার। ৯২টি টেস্টে তিনি ৩১১টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, একদিনের ম্যাচে নিয়েছেন ২৮২টি উইকেট।
অনেকদিন ধরেই চোটে ভুগছেন তিনি। সূত্রে জানা গেছে, আইপিএল চেয়ারম্যান ও ভারতীয় বোর্ড কর্মকর্তা রাজীব শুক্লাকে নিজের অবসরের ইচ্ছের কথা জানান জ়াহির। তারপরই বৃহস্পতিবার সকালে টুইট করে রাজীব শুক্লা জানান, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন জা়হির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এই বাঁহাতি পেসার আইপিএল খেলার ব্যাপারে আশাবাদী বলে জানা গেছে।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি