মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৭:২০:৪১

বাঙালি ছেলে ঋদ্ধির ব্যাটিং তাণ্ডব, ২৬টি চার এবং ৬টি ছক্কায় করলেন ২০৩ রান

বাঙালি ছেলে ঋদ্ধির ব্যাটিং তাণ্ডব, ২৬টি চার এবং ৬টি ছক্কায় করলেন ২০৩ রান

স্পোর্টস ডেস্ক: গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২২৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় অবশিষ্ট একাদশ৷ ফলে ৩৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই পড়ে যান চেতেশ্বর পূজারারা।

 কিন্তু দ্বিতীয় ইনিংসে দল যেভাবে ঘুরে দাঁড়াল, তাতে ধোপে টিকল না গুজরাটের বোলিং অ্যাটাক৷ অধিনায়ক পূজারাকে পাশে নিয়ে ২০৩ রানের লম্বা ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে ট্রফি এনে দিলেন বাঙালি ছেলে ঋদ্ধি। তিনি ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৬টি চার এবং ৬টি ছক্কায় করেছেন ২০৩ রান।

২৬টি চার এবং ৬টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর দুরন্ত ইনিংস৷ ১১৬ রানে অপরাজিত থেকে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন নেতা পূজারা৷ তাঁদের দর্শনীয় পার্টনারশিপই একপ্রকার হারতে বসা ম্যাচকে জয়ের সরণিতে এনে দিল৷ এই নিয়ে ১৫বার ইরানি ট্রফি ঘরে তুলল ভারতীয় অবশিষ্ট একাদশ৷

এর আগে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ১৭৮ রান করেছিলেন বাংলার উইকেটরক্ষক৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেমে নিজেকে ছাপিয়ে গেলেন তিনি৷ নিজের নামের পারে অপরাজিত ২০৩ রান লিখে ম্যাচের সেরা হলেন৷

গত বছর ভাইজ্যাগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন ঋদ্ধি৷ তারপরই চোটের কারণে দল থেকে ছিটকে যেতে হয়েছিল৷ তাঁর পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন পার্থিব প্যাটেল৷ এবার দেখার, ইরানি ট্রফিতে এমন দুর্দান্ত দ্বিশতরানের পর আসন্ন বাংলাদেশ টেস্টের জন্য নির্বাচকরা কাকে বেছে নেন৷
২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে