মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৯:২২:২৮

যে কারণে আসন্ন পাকিস্তান সুপার লিগে খেলবেন না সাকিব

যে কারণে আসন্ন পাকিস্তান সুপার লিগে খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ‍সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে থাকা হচ্ছে না সাকিব আল হাসানের।

নয় ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল। একই দিনে হায়দ্রাবাদে শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের বহুল প্রতিক্ষীত ও ঐতিহাসিক টেস্ট ম্যাচ। সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তিলকারত্নে দিলশান।

ভারতের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পরদিন দুবাইয়ে দলের সাথে যোগ দেবেন তামিম-সাকিব, এমনটাই আগে থেকে জানা ছিল। তবে সাকিবের আপাতত যাওয়া হচ্ছে না।

তামিমকে রেখে দিলেও সাকিবের বদলী ঘোষণা করে দিয়েছে পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে গত আসরে ছয় ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম।

অ্যালেক্স হেলস ও মোহাম্মদ শেহজাদকেও বাদ দিয়েছে পেশোয়ার। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হাতের চোটের কারণে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে অ্যালেক্স হেলসকে।

তার পরিবর্তে তামিমরা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসকে। আর আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ থাকায় থাকা হচ্ছে না শাহজাদের। তার জায়গায় থাকবেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে ফ্লেচার।
২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে