মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১০:৫৫:২৩

আমি নিশ্চিত যে ভারতে লড়াই করবে বাংলাদেশ: কেন উইলিয়ামসন

আমি নিশ্চিত যে ভারতে লড়াই করবে বাংলাদেশ: কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: ম্যাচের চতুর্থ দিনের সকালেও চাপে ছিল তাঁরা। কিন্তু সেই চাপ উল্টো প্রতিপক্ষকে ফিরিয়ে দিয়ে এদিনই ক্রাইস্টচার্চ টেস্ট জিতে নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন কথা বললেন আসন্ন ভারত সফরে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও

প্রশ্ন : ম্যাচ এত দ্রুত শেষ হয়ে যাওয়ার ব্যাপারটিও নিশ্চয়ই বিস্মিত করেছে আপনাদের?

কেন উইলিয়ামসন : আসলে পুরো ব্যাপারটিই আমাদের দারুণ দলীয় প্রচেষ্টার ফল।
দিনের শুরুতে আমরা বাংলাদেশের প্রথম ইনিংস পেরিয়ে গেলাম। ৬০ রানের লিডও শেষ পর্যন্ত অমূল্য বলে প্রমাণিত হয়েছে। এরপর তো বোলাররা নেমে নিজেদের উজাড় করে দিল। একই সঙ্গে ধৈর্যের পরিচয়ও দিতে হয়েছে আমাদের। কারণ লম্বা সময় ধরে ভালো জায়গায় বোলিংটাও তো করে যেতে হয়েছে।

প্রশ্ন : অথচ টেস্টের দ্বিতীয় দিনের শেষে মনে হচ্ছিল আপনারাই চাপে আছেন।

উইলিয়ামসন : হ্যাঁ, চাপে তো আমরা ছিলামই। চাপে থাকার পরও আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটিই দলের জন্য সবচেয়ে ইতিবাচক ব্যাপার। আমরা একের পর এক উইকেট তুলে নিয়েছি এবং উল্টো ওদের (বাংলাদেশ) চাপটা ফিরিয়ে দিয়েছি। জয় দিয়ে সিরিজ শেষ করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার।

প্রশ্ন : সকালে (চতুর্থ দিনের) বোলিং শুরুর সময় পরিকল্পনাটা আসলে কী ছিল?

উইলিয়ামসন : আমাদের বোলাররা আসলে ‘স্কোরবোর্ড প্রেশার’ প্রয়োগ করার চেষ্টা করে গেছে। বাংলাদেশের প্রত্যাশিত গতিতে ওরা রান তুলতে দেয়নি। সেটিরই প্রভাব পড়েছে ওদের ব্যাটিংয়ে। চাপ প্রয়োগ করার পর আমরা ধৈর্য ধরে উইকেটের জন্য অপেক্ষাও করেছি। ওই পরিকল্পনাতেই আমরা ওদের বেঁধে ফেলতে পেরেছি।

প্রশ্ন : গোটা টেস্ট সিরিজে নিজেদের সেরা দিক কোনটিকে বলবেন?

উইলিয়ামসন : আমাদের সেরা ছিল বোলিং পার্টনারশিপ। পুরো সিরিজেই আমরা বল হাতে বোলারদের ঝলক দেখেছি। অথচ উইকেট কিন্তু বোলারদের জন্য খুব সহজ ছিল না।

প্রশ্ন : সেই বোলিং পার্টনারশিপেই তো এখানে চতুর্থ দিনেই ম্যাচ বেরিয়ে গেল।

উইলিয়ামসন : আমি বলব পুরো টেস্ট সিরিজে এটাই ছিল আমাদের সেরা দিন। আপনার এমন বোলাদেরই দরকার, যাঁরা পার্টনারশিপ গড়ে বোলিং করবে এবং দলের কাজটা করে দেবে। আজকে যখন উইকেট প্রথম ইনিংসের তুলনায় বোলারদের সেভাবে সাহায্য করছিল না, তখনো বোলাররা ছিল দুর্দান্ত। বোলাররা আজ বোলিংয়ের যে সুর আর ছন্দটা দেখিয়েছে, পুরো গ্রীষ্মজুড়ে সেটাই আমরা দেখাতে চাই।

প্রশ্ন : এখান থেকে ফিরেই আবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। কোনো টিপস দেবেন?

উইলিয়ামসন : টিপস? আমার তো মনে হয় ওই কন্ডিশনে বাংলাদেশের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি অভ্যস্ত। ওদের থেকেই বরং আমরা টিপস নিতে পারি। বাংলাদেশ ভালো দল এবং ওই কন্ডিশনে অনেক শক্তিশালীও। আমি নিশ্চিত যে একমাত্র টেস্টে ওরা খুব ভালো লড়াই করবে।-কালের কণ্ঠ

২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে