বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১১:১৭:১০

টেস্টে বাংলাদেশ-ভারত পরিসংখ্যান, দেখে নিন কোন দল এগিয়ে

টেস্টে বাংলাদেশ-ভারত পরিসংখ্যান, দেখে নিন কোন দল এগিয়ে

স্পোর্টস ডেস্ক: ফেব্রয়ারির ৯ তারিখে  একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

ভারতের বিরুদ্ধে এর আগে মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও আটটিতে হেরেছে। এই সিরিজ শুরুর আগে টেস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরিসংখ্যান জেনে নেয়া যাক।

বাংলাদেশ

মোট ম্যাচ: আটটি

ড্র: ২টি

হার: ছয়টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৪০০ রান

দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৯১ রান

মোহাম্মদ আশরাফুল: ৩৮৬ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: মোহাম্মদ আশরাফুল-১৫৮*

বেশি সেঞ্চুরি: আমিনুল ইসলাম ১টি, মুশফিকুর রহিম ১টি, তামিম ইকবাল ১টি, মোহাম্মদ আশরাফুল ১টি।

বেশি অর্ধশত: মোহাম্মদ আশরাফুল-৩টি

বেশি উইকেটশিকারি বোলার: মোহাম্মদ রফিক-১৫টি

বেশি ক্যাচ: হাবিবুল বাশার সুমন-৪টি

বেশি ডিসমিসাল: মুশফিকুর রহিম-৮টি

 

ভারত

মোট ম্যাচ: আটটি

জয়: ছয়টি

ড্র: ২টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৬১০/৩ডি

দলীয় সর্বনিম্ন রান: ২৪৩ রান

ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: শচীন টেন্ডুলকার-৮২০ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: শচীন টেন্ডুলকার-২৪৮*

বেশি সেঞ্চুরি: শচীন টেন্ডুলকার- ৫টি

বেশি অর্ধশত: শচীন টেন্ডুলকার-৫টি

বেশি উইকেটশিকারি বোলার: জহির খান-৩১টি

বেশি ক্যাচ: রাহুল দ্রাবিড়-১৩টি

বেশি ডিসমিসাল: মহেন্দ্র সিং ধোনি-১৫টি
২৫জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে