বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১১:৩১:৪৬

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা, যারা রয়েছেন

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা, যারা রয়েছেন

স্পোর্টস ডেস্ক:  চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের আসর। এবারের বাছাই পর্ব শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে।

বাছাই পর্বের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ও কোচের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ঘোষিত দলে তেমন কোন চমক নেই।

সদ্য সমাপ্ত দক্ষিন আফ্রিকা সিরিজের স্কোয়াডে থাকা দলই বাছাইপর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ইংলিশ সাবেক ক্রিকেটার ডেভিড ক্যাপেল মেয়েদের কোচের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ছাড়াও লঙ্কানদের মাটিতে এই বাছাইপর্বে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, পাকিস্তান, আয়ারল্যান্ড, ভারত, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাপুয়া নিউগিনি, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা।

দুই গ্রুপে ভাগ করা দশ দল থেকে জুন-জুলাইয়ে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপে সেরা চার দল বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে যোগ দিবে।

বাংলাদেশ স্কোয়াড: রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, লতা মণ্ডল, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন ছন্দা। কোচ: ডেভিড ক্যাপেল।
২৫জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে