বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১২:৩৫:৩৮

শুভ জন্মদিন শাহরিয়ার নাফীস

শুভ জন্মদিন শাহরিয়ার নাফীস

স্পোর্টস ডেস্ক: ‘শুভ জন্মদিন’ শাহরিয়ার নাফীস। ১৯৯৮ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন জাতীয় দলের  এই হার্ডহিটার ব্যাটসম্যান।।

২০০৫ সালে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে অভিষেক ঘটে বরিশালের এই যুবকের। বাংলাদেশ দলের প্রথম ইংল্যান্ড সফরে তিনি দলভুক্ত হন যদিও তার আগে মাত্র ৫টি প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল নাফীসের। তার আগে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলেন। তার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের সুযোগ ঘটে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে তিনি ৭৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। নাফীস বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চারটি একদিনের আন্তর্জাতিক শতক করেন যা এখনও বজায় আছে। তার প্রথম টেস্ট শতক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায় যা বাংলাদেশের টেষ্ট ক্রিকেট ইতিহাসে অন্যন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই টেষ্টের প্রথম দিনে বাংলাদেশ ৩৫৫ রান করে যা প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।

প্রসঙ্গত, জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট, ৭৫ টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠ মাতানো এ ক্রিকেটার।
২৫জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে