বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০১:৩২:৩২

মাথায় বল লেগে হাসপাতালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো মনি

মাথায় বল লেগে হাসপাতালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো মনি

স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে আহত হওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো মনির অবস্থা খুব ভালো নয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেনিং সেশনে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হওয়ায় অস্ট্রেলীয় পেসার জো মেনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে অনুশীলনের সময় বল করছিলেন জো মেনি। অপর প্রান্তে ব্যাটিং করছিলেন মাইকেল লাম্ব। মেনির বলটা বেশ জোরের ওপরই মেরেছিলেন লাম্ব। ফিরতি ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান মেনি।

এর পর মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রেলিয়া দলের প্রধান চিকিৎসক ড. জন অর্চাড এ তথ্য নিশ্চিত করেছেন।
জন অর্চাড বলেন, এ ঘটনার পরেই তাঁকে ব্রিজবেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর সেদিন সন্ধ্যায়ই তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অসি দলের এই চিকিৎসক আরো বলেন, আঘাতটা বড় হলেও এখন বেশ ভালো অনুভব করছেন জো মেনি। একজন নিউরোসার্জনের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

আশা করছি, তার ইনজুরিটা খুব একটা বড় নয় আর অস্ত্রোপচারও যেন না করতে হয়। চিকিৎসক আশার কথা শোনালেও সিডনি সিক্সার্সের উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন অবশ্য ততটা সন্তুষ্ট হতে পারছেন না। তিনি বলেন, মারাত্মক একটি দুর্ঘটনা থেকেই বেঁচে গেছেন মেনি। বিষয়টা কিছুটা অস্বস্তির, তবে ভাগ্য তাঁর পক্ষেই গেছে।

বিগ ব্যাশে ব্রিজবেন হিটের বিপক্ষে সেমিফাইনালে সিডনি সিক্সার্সের মূল একাদশে থাকার সম্ভাবনা ছিল মেনির, তবে এই দুর্ঘটনার কারণে দল থেকেই ছিটকে পড়লেন এই বোলার। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। পরে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টেও ব্যাগি গ্রিন ক্যাপ ওঠে জো মেসির মাথায়।
২৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে