বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০১:৪৮:৫৫

মাশরাফি ভাইকে দেখে আমাদের শিক্ষা নেয়া উচিত : মোহাম্মদ শহীদ

মাশরাফি ভাইকে দেখে আমাদের শিক্ষা নেয়া উচিত : মোহাম্মদ শহীদ

স্পোর্টস ডেস্ক:  গেল বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন জাতীয় দলের এই পেসার। কিন্তু ইনজুরিতে পড়ে সে সুখ আর কপালে সয়নি। ইনজুরিতে ছিটকে পড়ে মিস করেছেন নিউজিল্যান্ড সফর। বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে হাঁটুর ইনজুরিতে দল থেকে ছিটকে পড়া শহীদ নাও থাকতে পারেন ভারত সফরের জন্য।

হাঁটুর সমস্যা পুরোপুরি ঠিক করার জন্য দরকার অস্ত্রপোচারের। না না করে এবার অবশ্য শহীদ নিজেও রাজি হয়েছেন ক্যারিয়ারের কথা ভেবেই। আর ছুরির নিচে যাওয়ার আগে শহীদ ভরসা পাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা থেকেই।

ক্যারিয়ারে অসংখ্যবার মাশরাফিকে যেতে হয়েছে অস্ত্রপোচারে। আর সেখানটাতেই অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন মোহাম্মদ শহীদ। মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের শহীদ বলেন,

‘অপারেশনে ভয় তো থাকেই। মাশরাফি ভাই, মুস্তাফিজকে দেখেছি। আমার মতে নিজের আত্মবিশ্বাসের উপরই সব নির্ভর করে।

মাশরাফি ভাই কারো সাথে এসব ব্যাপারে কথা বলেনা। ক্যারিয়ারে ভাল কিছু পেতে হলে কষ্ট তো করতেই হবে। মাশরাফি ভাইকে দেখে আমাদের শিক্ষা নেয়া উচিৎ।

ইনজুরি নিয়েই এত বছর খেলে যাচ্ছেন। অস্ত্রপোচারের পর এতটা সমস্যা আর হবেনা আশা করি। মানসিক এবং শারীরিক দুইভাবেই আমি প্রস্তুত আছি।’

খুব দ্রুতই মোহাম্মদ শহীদের অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করবে বিসিবি। ভিসা হওয়ার পর যত তাড়াতাড়ি পারা যায় শহীদকে অস্ট্রেলিয়ায় অস্ত্রপোচারের উদ্দেশ্যে বিমানে চড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২৫জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে