বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৯:০৮:৫৪

সোনা কেড়ে নেওয়া হল বোল্টের। কিন্তু কেন?

সোনা কেড়ে নেওয়া হল বোল্টের। কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক: উসেইন বোল্ট আর ন’টি সোনার মালিক নন। বরং কলঙ্কের ছিটে লাগল তাঁর গায়ে। রিও অলিম্পিক্স উসেইন বোল্টকে অমর করে দিয়েছে। তিনটি অলিম্পিক্স থেকে ন’টি সোনা জেতার নজির গড়েছিলেন জ্যামাইকান কিংবদন্তি। কিন্তু বুধবার সবার মন ভাঙল। আইওসি জানিয়ে দিল বোল্টের টিমমেট নেস্টা কার্টারের জন্যই সোনা হাতছাড়া হল বোল্টের। ২০০৮ এর বেজিং অলিম্পিক্সের রিলে দলে ছিলেন নেস্টা কার্টার। রিলে দৌড়ে সোনা জিতেছিল জ্যামাইকা। এদিন শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দেয়, কার্টার নমুনা পজিটিভ হওয়ায় জ্যামাইকার সোনা কেড়ে নেওয়া হল। অর্থাৎ সেক্ষেত্রে বোল্টের জেতা সোনার সংখ্যাও কমে গেল।

রিও অলিম্পিক্সে তিনটি সোনা জেতার পরেই এবেলা.ইন লিখেছিল বোল্টের সোনা কেড়ে নেওয়া হতে পারে। সেটাই হল নতুন বছরের ২৫ জানুযারি। বেজিং, লন্ডন ও রিওতে একশো, দুশো ও ৪ x ১০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতেছিলেন বোল্ট।

বেজিংয়ে সোনাজয়ী জ্যামাইকান দলে বোল্টের সঙ্গে ছিলেন নেস্টা কার্টার। আর এই স্প্রিন্টারের বিরুদ্ধেই ডোপিংয়ের অভিযোগ রয়েছে। একবার তাঁর নমুনা পরীক্ষাও করা হয়েছে। আবারও নতুন করে পরীক্ষা করা হবে নেস্টা কার্টারের নমুনার। নেস্টা কার্টার নিজেও জানেন তাঁর ‘এ’ স্যাম্পল নমুনা পজিটিভ। ‘বি’ স্যাম্পল নমুনাও যদি পজিটিভ হয়, তাহলে নির্বাসিত হতে পারেন কার্টার। ‘বি’ স্যাম্পল টেস্টও পজিটিভ হয়। আর সঙ্গে সঙ্গেই গোটা বিশ্ব শোকে মূহ্যমান হয়ে পড়ে।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে