বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৯:২০:২৫

মেসির বেতন নিয়ে উত্তপ্ত বার্সালোনা

মেসির বেতন নিয়ে উত্তপ্ত বার্সালোনা

স্পোর্টস ডেস্ক: বার্সালোনার সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে সরগরম সংবাদমাধ্যম। বিষয়টি নিয়ে ক্লাবের মধ্যেও চলছে নানা আলোচনা। তবে এটি নিয়ে এরই মধ্যে উঠেছে গুঞ্জন।

গত মৌসুমে নতুন চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও সেটা এখনো আলোর মুখ দেখেনি। তাই চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে বিষয়টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে উত্তপ্ত করে দিলেন ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গ্রাউ।

তিনি তো বলেই বসলেন-মেসির বেতন নতুন করে নির্ধারণ করার সময় একটু বিবেচনা বোধ মাথায় রেখেই করা উচিত। গ্রাউয়ের এ মন্তব্য খেপিয়ে তুলেছে ক্লাবের খেলোয়াড়দের।

স্ট্রাইকার সুয়ারেজ সোজা বলে বললেন, মেসির ক্ষেত্রে উচিত সোজা নতুন চুক্তি দেয়া, বিবেচনাবোধ নিয়ে কথা বলা না। তবে বার্সেলোনার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রাউয়ের যুক্তি, গত মৌসুমেই নির্ধারিত সীমা অতিক্রম করেছিল বার্সেলোনার বেতনের অঙ্ক।

বার্সার পরিচালক রবার্ট ফার্নান্দেজ অবশ্য পরিস্থিতি শান্ত করেছেন। তিনি বলেন, এটা প্রশ্নাতীত যে, লিওই হচ্ছেন বিশ্বের সেরা খেলোয়াড়। সে আগের তুলনায় আরো ভালো খেলছে।

বোঝাই যায় সে দিন দিন আরো ভালো হবে এবং নিজের মতো খেলবে। এমন একজনকে তো যে কোনো মূল্যে দলে রাখতেই চাইবে বার্সেলোনা।

ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী ক্লাবগুলো তার মোট বাজেটের ৭০ শতাংশের বেশি খেলোয়াড়দের পেছনে ব্যয় করতে পারবে না। তাই মেসির বেতন বাড়াতে গেলেই নাকি এই নীতির লঙ্ঘনের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আরো খেলোয়াড় রয়েছে যাদের বেতনও বাড়াতে হবে।
২৫ জানুয়ারী,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে