বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১০:৩৩:৪৯

‘দলের যখন রান দরকার তখন সাকিব রান করতে পারেনি’

‘দলের যখন রান দরকার তখন সাকিব রান করতে পারেনি’

স্পোর্টস ডেস্ক: এবার বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সদ্যশেষ হওয়া নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে উজ্জ্বল সাকিব আল হাসান।

অথচ, সেই সাকিবের পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুললেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এমনকি তাঁর দাবী, ওয়েলিংটন টেস্টে সাকিবের ডাবল সেঞ্চুরি (২১৭ রানের ইনিংস) দলের কোনো কাজেই আসেনি। তিনি বলেন, ‘ওই ২০০ রান এক ইনিংসে না করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ৩০ রান করে করলেও আমরা কয়েকটি ম্যাচ জিততে পারতাম। আমাদের দলের যখন রান দরকার তখন সাকিব রান করতে পারেনি।’

ডাবল সেঞ্চুরির জন্য বাহবা না পেলেও দ্বিতীয় ইনিংসে ‘ডাক’-এর জন্য ঠিকই গঞ্জনা শুনতে হল সাকিবকে। বোর্ড সভাপতি বলেন, ‘টেস্টের ওই ২০০ রান একেবারে না করে ১৫০ করে পরের ইনিংসে ৫০ করলেও তো টেস্টটা আমরা বাঁচাতে পারতাম।

তাহলে কিন্তু দলের জন্য লাভ হতো। আমাদের যখন যেটা দরকার, সেটা করতে পারছে না দলের সিনিয়র খেলোয়াড়রা। খেলোয়াড়দের মনসংযোগ বাড়াতে হবে। বুঝতে হবে দলের কখন কোনটা চাহিদা!’
২৫ জানুয়ারী,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে