বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১১:০০:৫৪

কারাগারে প্রথমদিন যেভাবে কাটলো সানির

কারাগারে প্রথমদিন যেভাবে কাটলো সানির

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার আরাফাত সানির উপর যেন ‘শনি’ ভর করেছে৷ দুঃসংবাদ যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। দীর্ঘদিন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি। সেই দায় থেকে মুক্তির পর এখন নতুন করে মুক্তির অপেক্ষায় থাকবেন তিনি৷ তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন।

আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন এক নারী। ওই নারীর দায়ের করা মামলায় আমিনবাজারে নিজ বাসায় গ্রেপ্তার হন তিনি৷ এরপর একদিনের রিমান্ড শেষে কারগারে পাঠানো হয় তাকে। গতকাল তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত।

কারাগারের যমুনা সেলে ‘স্বাভাবিকভাবেই’ প্রথমদিন কাটালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। একজন সাধারণ আসামির মতোই তিনি সকালে উঠে নাস্তা খেয়েছেন, দুপুরের খাবার খেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী জানান, কারাগারে স্বাভাবিক ও ভালো আছেন আরাফাত সানি। দুপুরের দিকে পরিবারের কয়েকজন সদস্য দেখা করতে আসেন। এসময় তিনি তাদের সঙ্গে হাসি মুখে কথা বলেন।

এর আগে গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক নারী তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

২০১৬ সালের জুনে নাসরিন সুলতানার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে সানির বিরুদ্ধে। তবে সানি এবং তার মা এ অভিযোগ অস্বীকার করেছেন।
২৫ জানুয়ারী,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে